1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:11 pm

পাকিস্তানের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’ ভারতে ইউটিউবার গ্রেপ্তার

  • প্রকাশিত সময় Tuesday, May 20, 2025
  • 76 বার পড়া হয়েছে

এনএনবি : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্থানীয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।
হরিয়ানার ট্রাভেল ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রা একাধিকবার প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, সর্বশেষ তিনি ২০২৫ সালের মার্চেও পাকিস্তান গিয়েছিলেন।
তার সঙ্গে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তার যোগাযোগ ছিল বলে অভিযোগ হরিয়ানা পুলিশে। ওই পাকিস্তানি কর্মকর্তাকে দিনকয়েক আগে ভারত থেকে বহিস্কার করা হয় বলে জানিয়েছে বিবিসি।
জ্যোতির বাবা মেয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তার মেয়ে প্রয়োজনীয় সব অনুমতি জোগাড় করেই পাকিস্তানে গিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘পুরনো চিন্তাধারার আধুনিক মেয়ে’ পরিচয় দেওয়া জ্যোতির ইউটিউবে ৩ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৩৩ হাজার অনুসারী রয়েছে।
তার ভিডিওতে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া সফরের বিস্তারিত আছে, কিন্তু এসব দেশে ভ্রমণের অর্থ তিনি কোথা থেকে পান তা নিয়ে কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন।
জ্যোতি ভারতেরও অনেক দর্শনীয় ও ধর্মীয় স্থানে গেছেন। পুলিশ বলছে, তার আয়ের জ্ঞাত উৎসের সঙ্গে এত ভ্রমণ সামঞ্জস্যপূর্ণ নয়।
পুলিশের ভাষ্য, জ্যোতির সঙ্গে ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের’ যোগাযোগ ছিল এবং তিনি পাকিস্তানি এক নাগরিকের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রেখেছিলেন।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে এই ইউটিউবারের কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট শশাঙ্ক কুমার সাওয়ান।
“তার সঙ্গে অন্যান্য ইউটিউব ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও যোগাযোগ ছিল। তিনি অন্যদের অর্থায়নে পাকিস্তানে যেতেন,” বলেন সাওয়ান।
নয়া দিল্লি গত সপ্তাহে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা আহসান-উর-রহিমের বিরুদ্ধে ‘তার অবস্থানের সঙ্গে মানানসই নয় এমন কর্মকা-ে জড়িত থাকার’ অভিযোগ এনে তাকে ১৩ মে’র মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল।
এই পাকিস্তানি কর্মকর্তার সঙ্গেই জ্যোতির যোগাযোগ ছিল বলে অভিযোগ পুলিশের।
আহসান-উর-রহিমকে বহিস্কারের পাল্টায় ইসলামাবাদও পরে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছিল।
পুলিশের অভিযোগে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের ভিসার জন্য দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে যাওয়ার পর ২০২৩ সালে প্রথম জ্যোতির সঙ্গে আহসান-উর-রহিমের দেখা হয়।
পাকিস্তান নিয়ে তার সর্বশেষ ভিডিওটি আপলোড হয়েছে চলতি বছরের মার্চে, ওই ভিডিওতে জ্যোতিকে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে রমজান উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নিতে দেখা গেছে।
পাকিস্তানে করা তার ভিডিওগুলোতে তাকে সেখানকার হিন্দু ও শিখ মন্দিরে এবং বিখ্যাত সব স্থানীয় বাজারে যেতে ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে চলতি মাসে নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ জ্যোতি ছাড়াও বেশ কজনের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
সোমবার পর্যন্ত এ অভিযোগে শিক্ষার্থী, নিরাপত্তারক্ষী, ব্যবসায়ীসহ অন্তত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640