কাগজ প্রতিবেদক ॥ কেএনবির মালিক কামরুজ্জামান নাসিরের বিরুদ্ধে চোরা কারবার, মাদক ব্যবসা, ব্যাংক লুটসহ নানা দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু করেছে। দুদকের নিম্নলিখিত অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন স্বাক্ষরকারীতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানানো হয়, কামরুজ্জামান নাসির বক্স, ব্যবস্থাপনা পরিচালক, কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বটতৈল, বিসিক, কুষ্টিয়া এর বিরুদ্ধে চোরা কারবার, মাদক ব্যবসা, ব্যাংক লুট ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের নিজ/ যৌথ/ প্রতিষ্ঠান (কেএনবি এগ্রো, কেএনবি ফ্লাওয়ার মিলস, কেএনবি ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড) এর নামে কুষ্টিয়া পৌরসভার আওতায় কোন প্লট/বাড়ি/জমি/ দোকান /বাণিজ্যিক স্পেস বরাদ্দ। লীজ প্রদান করা হয়েছে কি না, তা জানা এবং তৎসংশ্লিষ্ট তথ্য/রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য, ১৪ মে তালিকায় বর্ণিত করেন। দুদকের তদন্তে মোঃ কামরুজ্জামান ও তার স্ত্রী চামেলীসহ তিন সন্তান নাফিম জামান, নাবিলা জামান ও নাশিতা জামানের নাম উল্লেখ্য রয়েছে। এ বিষটি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো: রেজাউল করিম। প্রধান কার্যালয় ঢাকা।
Leave a Reply