1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:02 am

কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত সময় Tuesday, May 20, 2025
  • 80 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকে চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম তুষার ও রাব্বি গতকাল ২০ মে মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মটরসাইকেল আরোহি তুষার নিহত হয়। আহত অবস্থায় রাব্বিকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি (৩০) কে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৬ টার দিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আহসান হাবিব তুষার (৩৫) ও রাব্বি (৩০) মোটরসাইকেলযোগে কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে মিরপুর পশুর হাটের উদ্দেশ্যে রওনা হন। মিরপুর বিজিবি সেক্টরের সামনে পৌছলে পেছন থেকে বেপরোয়া অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে একই দিকে যাওয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আহসান হাবীব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বি কে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হলে সন্ধা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তুষার ঝিনাইদেহ একটি বেসরকারি ফিড মিলে কর্মরত ছিলেন। আর রাব্বি ছিলেন একজন মুদি ব্যবসায়ী। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায়। রাব্বির চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান কোরবানির পশু কিনতে মিরপুর পশুহাটে যাচ্ছিল তারা। মিরপুর বিজিবি সেক্টরের সামনে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান বিজিবি সেক্টরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মরদেহ কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640