1. nannunews7@gmail.com : admin :
May 21, 2025, 9:33 am

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজ্ঞান উৎসব

  • প্রকাশিত সময় Tuesday, May 20, 2025
  • 4 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের আয়োজনে বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব-২০২৫’ শীর্ষক এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিন দিনব্যাপী আয়োজনে প্রোগ্রামিং কনটেস্ট, বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং রুবিকস কিউব চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিশ^বিদ্যালয়ের বটতলায় ৫৫টি স্টলে বিভিন্ন উদ্ভাবন তুলে ধরেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা। এতে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন দেখতে ভিড় করছেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি চলে বিজ্ঞান অলিম্পিয়াড। বিশ^বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা ইবনে সিনা বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে ও স্কুল শিক্ষার্থীরা ইবি ল্যাবরেটরি স্কুলে এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞান উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ। শিক্ষার্থীরা দল বেধে প্রজেক্ট প্রদর্শনী দেখতে আসছেন। সেখানে অংশগ্রহণকারীরা শিক্ষক- শিক্ষার্থীদের কাছে তাদের উদ্ভাবন তুলে ধরেন। উদ্বোধনের উপাচার্য প্রজেক্ট প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রশিবিররের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের প্রতিভা প্রকাশের সুযোগ মেলে না। আমরা তাদের মঞ্চ করে দিতে চাই। যেন তারা নিজেদের প্রকাশ করতে পারে এবং দেশবাসী ও সরকার তাদের চিনতে পারে। আমরা চাই এখান থেকেই ভবিষ্যতের সেরা বিজ্ঞানীরা বের হয়ে আসুক।’ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ছাত্রশিবিরের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এরকম আয়োজন করে, তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে এবং তাদেরকে অনুপ্রাণিত করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640