1. nannunews7@gmail.com : admin :
May 21, 2025, 7:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরির প্রস্তুতি শুল্ক কমছে ১০০ ধরনের আমদানি পণ্যে ভেড়ামারায় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের বক্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় সংবাদ সম্মেলন অলৌকিক আগুন আতঙ্কে চুয়াডাঙ্গা! আকুল মাস্টারের ঘরে হঠাৎ হঠাৎ জ্বলছে আগুন কেএনবির মালিক নাসিরের বিরুদ্ধে চোরা কারবার, মাদক ব্যবসা, ব্যাংক লুটসহ নানা দূর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু ইবিতে আইকিউএসির ৬ষ্ঠ দিনের ওয়ার্কসপ অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজ্ঞান উৎসব ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যাক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছাদে বেদানার চাষ পদ্ধতি

  • প্রকাশিত সময় Monday, May 19, 2025
  • 3 বার পড়া হয়েছে

কৃষি প্রতিবেদক ॥ আনার বা বেদানা ফল খেতে যেমন মিষ্টি টিক তেমনই দেখতেও খুব সুন্দর।
তাই শখের বসে অনেকে বাসাবাড়ির ছাদে এই গাছ লাগিয়ে থাকেন। তাছাড়া এই গাছ দেখতেও অনেক সুন্দর। বাংলাদেশের মাটি এবং আবহাওয়া বেদানা চাষের জন্য উপযোগী।
বাড়ির ছাদে টবে বা ড্রামে খুব সহজেই বেদানা গাছ লাগানো যায়।
এক্ষেত্রে যা যা করতে হবে ঃ ১) প্রথমেই ছাদের ধারন ক্ষমতা সম্পর্কে জেনে নিতে হবে। কারন দুর্বল ছাদে গাছ লাগানো উচিত হবে না।
২) গাছ লাগানোর জন্য মাঝারি আকারের ড্রাম সংগ্রহ করতে হবে এবং ড্রামের নিচে ৪-৫ টি ছিদ্র করে দিতে হবে যেন ড্রামে বৃষ্টির পানি জমে না থাকে। ড্রামের উচ্চতা দেড় ফুট হলে ভালো হয়।
৩) অবশ্যই ড্রামের তলায় করা ছিদ্র গুলো ছোট ছোট ইটের টুকরা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে পানি নিষ্কাশনের সুবিধা হবে।
৪) ড্রামে মাটি নেয়ার আগেই ড্রামটিকে সঠিক রোদযুক্ত যায়গায় নিয়ে বসাতে হবে। কারন মাটি নিয়ে পেললে ড্রামটি সঠিক যায়গায় স্থানান্তর করতে অসুবিধা হবে।
৫) দুইভাগ বেলে দো-আঁশ মাটির সাথে একভাগ জৈব সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সাথে ৪০ গ্রাম টি এস পি সার, ৪০ গ্রাম পটাশ সার এবং ১৫০-২০০ গ্রাম হাড়ের গুড়া মাটি এবং জৈব সারের মিশ্রনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে ১০-১৫ দিন রেখে দিতে হবে। খুব সহজেই কিভাবে জৈব সার তৈরি করতে হবে তার জন্য দেখতে পারেন।।।।
৬) এরপর ড্রামের মাটিকে আলগা করে আবার ৩-৫ দিন রেখে দিতে হবে। (নোটঃ এই ১৫-২০ দিন যেন ড্রামের মাটি অতিরিক্ত পানিতে ভেজে, সে দিকে খেয়াল রাখতে হবে)
৭) এরপর সুস্থ-সবল কলম বা চারা রোপন করতে হবে। এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়া থেকে যেন পুরোনো মাটি ঝরে না যায়।
৮) গাছের গোড়া ড্রামের মাটি হতে কিছুটা উঁচু করে লাগাতে হবে এবং ড্রামের উপরিভাগ কিছুটা খালি রাখতে হবে যাতে করে পানি দিতে সুবিধা হয়।
৯) নতুন লাগানো গাছ যাতে করে হেলে না পড়ে এজন্য শক্ত কাঠির সাথে গাছ/চারা বেধে দিতে হবে।
১০) অতিবৃষ্টিতে যেন গাছের গোড়ায় পানি না জমে এবং অনাবৃষ্টিতেও যেন আবার গাছের গোড়ার মাটি শুকিয়ে যায়, সে দিকে খেয়াল রাখতে হবে।
১১) বছরে অন্তত ৬-৭ বার সরিষার খৈল ভিজিয়ে রেখে সে পানি গাছের গোড়ায় দিতে হবে।
১২) বর্ষার শেষে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬ ইঞ্চি গভীর পর্যন্ত মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে।
১৩) গাছে ডালপালা বেশি হলে দুর্বল ডালপালা চাটাই করে দিতে হবে এতে করে নতুন কুড়িতে বেশি করে ফল আসবে। ১৪) গাছে বেশি ফল আসলে বাড়তি খুটি দিয়ে গাছ ভালোভাবে বেঁধে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640