1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:10 pm

১০ লাখ গাজাবাসীকে ‘স্থায়ীভাবে লিবিয়ায় সরানোর পরিকল্পনা’ ট্রাম্পের

  • প্রকাশিত সময় Sunday, May 18, 2025
  • 36 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে নিউ ইয়র্কভিত্তিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর বিনিময়ে উত্তর আফ্রিকার দেশটির জব্দ করা অর্থ ফেরত দেওয়ার কথাও ভাবা হচ্ছে, বিষয়টি সম্বন্ধে অবগত কয়েক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এমনটাই জানিয়েছে এনবিসি নিউজ।
ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনাটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘গভীর বিবেচনায়’ রয়েছে এবং এ নিয়ে লিবিয়ার নেতাদের সঙ্গে কথাও হয়েছে, জানিয়েছেন পাঁচ কর্মকর্তা।
এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র লিবিয়ার কয়েকশ বিলিয়ন ডলারের তহবিল জব্দ করেছিল, সেটি ছাড় করার বিনিময়ে তারা ফিলিস্তিনিদের দেশটিতে স্থানান্তরের কথা ভাবছে, ওই কর্মকর্তাদের মধ্যে তিনজন এনবিসিকে এমনটাই বলেছেন।
সংবাদমাধ্যমটি বলছে, এ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি, তবে লিবিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি ইসরায়েলকে অবহিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এই খবরকে ‘অসত্য’ অ্যাখ্যা দিয়েছেন।
“মাঠের এখন যা পরিস্থিতি তাতে এমন পরিকল্পনা মোটেও বাস্তবায়নযোগ্য নয়। এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি, এবং এটা একেবারেই অর্থহীন,” বলেছেন তিনি।
গাজার নিয়ন্ত্রণ ধরে রাখা সশস্ত্রগোষ্ঠী হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়া সংক্রান্ত কোনো আলোচনার ব্যাপারে তিনি অবগত নন।
“ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, তারা এই ভূমির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নিজেদের জমি, পরিবার, সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করতে ও যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত
“গাজা ও গাজাবাসীসহ ফিলিস্তিনিদের নিয়ে কী হবে আর কী হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ফিলিস্তিনিদেরই রয়েছে,” এনবিসিকে বলেছেন বাসেম নাইম।
কাগজপত্রহীন লাখো অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প এখন অভিবাসন প্রত্যাশীদের লিবিয়াসহ তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছেন বলে চলতি মাসে একাধিক মার্কিন গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল।
তবে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) তাদেরকে না জানিয়ে বা তাদের সম্মতি ছাড়া বিতাড়িত অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য হিসেবে লিবিয়ার ভূখ- ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কথা হয়নি বলেও জানিয়েছে তারা।
ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প বারবারই বলে আসছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর বা জর্ডানের মতো কাছাকাছি কোনো আরব দেশে স্থানান্তর করা উচিত। জর্ডান, মিশরের পাশাপাশি ফিলিস্তিনি নেতারাও এই ধারণা প্রত্যাখ্যান করেছেন।
ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রেরই গাজা ভূখ-ের নিয়ন্ত্রণ নেওয়া উচিত। তিনি গাজার প্রায় ২০ লাখ বাসিন্দাকে অঞ্চলটির অন্য কোনো দেশে সরিয়ে ভূখ-টিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর পরিকল্পনার কথাও সেসময়ই উচ্চারণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640