এনএনবি : চলতি বছরের নির্বাচনে ইভো মোরালেসের প্রার্থীতা পুনর্বহালের দাবিতে নির্বাচনি আদালতের সামনে তার সমর্থকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, পেইন্টবল ব্যবহার করেছে বলিভিয়ার পুলিশ।
নির্বাচনি আদালতের কয়েকদিন আগের দেওয়ার রায়ের বিরোধিতা করতে শুক্রবার প্রশাসনিক রাজধানী লা পাজে জড়ো হওয়া কয়েকশ মোরালেস সমর্থকের ওপর পুলিশ চড়াও হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ আমেরিকার এ দেশটির সাংবিধানিক আদালত সম্প্রতি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ না দেওয়ার পক্ষে অবস্থান নেয়।
এর ফলে মোরালেসের চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে প্রথম প্রেসিডেন্ট হন মোরালেস। ২০০৯ সালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পরের দুইবারও তিনি প্রেসিডেন্ট হন।
২০১৬ সালের এক গণভোটের ফলের ওপর ভিত্তি করে তিনি ২০১৯ সালের নির্বাচনেও অংশ নেন, কিন্তু সেখানে জালিয়াতির অভিযোগ এনে বিরোধীদের বিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
“দেখুন, আমাদের ওপর কী নিপীড়ন চলছে। এখানে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারীও আছেন,” বলেন শুক্রবার পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে রয়টার্সকে এমনটাই বলেছেন বিক্ষোভকারী হোর্হে আদুভিরি।
এদিন মোরালেসের আদীবাসী নারী সমর্থকদের হাঁটু গেড়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে, বিক্ষোভকারীদের কন্ঠে শোনা গেছে সরকার বিরোধী স্লোগান।
প্রায় ১৪ বছর বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ইভো মোরালেস একজন আদিবাসী ও সাবেক কোকা চাষী।
“আমাদের ঘরে টাকা-পয়সা নেই। আমরা ইভোকে আবার প্রেসিডেন্ট হিসেবে চাই,” বলেন আরেক বিক্ষোভকারী ফ্লোরা কুইস্পে।
Leave a Reply