কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি (জেলা গোয়েন্দা) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ ওবায়েদুর রহমান। তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই সফল অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের সূত্র জানায়, শুক্রবার (১৭ মে) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। ভেড়ামারা থানাধীন দক্ষিণ রেলগেট সংলগ্ন মেসার্স এম. এ. খালেক ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে মোঃ বেলাল হোসেন (৪৫), পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-মোছাঃ বেনুয়ারা খাতুন, সাং-টলটলিপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া—কে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ১০০০ (এক হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এই ট্যাবলেটটি মূলত ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও মাদকসেবীদের কাছে এটি নেশাজাতীয় দ্রব্য হিসেবে অত্যন্ত পরিচিত। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) ধারার সারণি ২৯(ক) অনুযায়ী ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৯/১২৩, তারিখ-১৭/০৫/২০২৫) রুজু করা হয়েছে। ডিবি পুলিশের এই সাফল্যে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানের কারণে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করবে। এলাকাবাসী মনে করেন, মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের এমন সক্রিয় ভূমিকাই হতে পারে মুক্তির পথ। তাই তারা পুলিশের পাশে থেকে এ উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
Leave a Reply