সভাপতি আখতার-সাধারণ সম্পাদক কাজী রফিক
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্র“পের ২০২৫-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আখতার-আকিল-রফিক পরিষদের সভাপতি পদপ্রার্থী আখতারুজ্জামান হারিকেন প্রতিক নিয়ে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সিহাব উদ্দিন ৮৬ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। এ ছাড়া কার্যকরি সভাপতি পদে এস, এম রেজাউল ইসলাম বাবলু ১২৩ , সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসেন হরিণ প্রতিক নিয়ে ১৬২, সহ-সভাপতি পদে মিজানুর রহমান ছাতা প্রতিক নিয়ে ১৪৬, সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতিক নিয়ে কাজী রফিকুর রহমান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে ১১৯ ভোট. সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল হান্নান বাস প্রতিক নিয়ে ১৬০ ভোট, কাজী জালাল উদ্দিন রুমী হাতি প্রতিক নিয়ে অর্থ সম্পাদক পদে ১২৪ ভোট, নির্বাহী সদস্য পদে কামরুজ্জামান মিন্টু, ১৫০, নওশের আলী ১২৫, বিল্লাল হোসেন ১৪১. হাফিজুর রহমান ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে দিনভর মুখোরিত ছিল মজমপুরগেটস্থ গ্র“পের কার্যালয় এলাকা। এবার দুটি প্যানেলে ১৩টি পদের বিপরীতে ২৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গ্র“পের ২৪৯জন ভোটারের মধ্যে কয়েকজন দেশের বাইরে থাকায় এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় আরো কয়েকজন ভোটার ভোট প্রদান থেকে বিরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভোট গ্রহন সময়ে গ্র“পের কার্যালয় প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নির্বাচন কমিশনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এ্যাড মীর সানোয়ার হোসেন। নির্বাচন কমিশনার সদস্য এ্যাড. আমানউল্লাহ নান্টু, এ্যাড. শাহ শফিকুল ইসলাম। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়- এবার ২৭জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছিল তার মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ১৩টি পদের বিপরীতে ২৬জন প্রার্থী দুটি প্যানেলে অন্তর্ভুক্তি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত কয়েকদিন ধরে প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচারনায় ভোটারদের বাড়ি এবং প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেছেন। “উন্নয়ন অগ্রগতি, সততা ও নিরবিচ্ছিন্ন সেবার ধারাবাহিক অঙ্গিকার” নিয়ে শিহাব-বাবলু-সেলিম পরিষদ ও “নিঃস্বার্থ সেবার অঙ্গিকার” নিয়ে আখতার-আকিল-রফিক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত সভাপতি আখতার-আকিল-রফিক পরিষদের সভাপতি প্রার্থী আখতারুজ্জামান বলেন- গ্র“পের ঐতিহ্য রক্ষায় ভোটাররা যোগ্যদের রায় প্রদানের মাধ্যমে একটি সুন্দর পরিষদ উপহার দেবেন বলে আশা রাখি। তবে আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ গুলো শেষ করবো এটা আমার প্রত্যাশা। কেননা বাসের ব্যবসা আমার পৈত্রিক ব্যবসা। এখানকার বাস পরিবহন ব্যবসায়ীদের অনেক সমস্যা রয়েছে আমার চেষ্টা থাকবে বিজয়ী সকলকে সাথে নিয়ে এ প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নেয়ার।
Leave a Reply