মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিরতীহীনভাবে ৩টি বুথে ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে লুৎফর রহমান ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দাউদ হোসেন ২০৭ পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য, গত ৯ মে ছাতিয়ান ইউনিয়ন বিএপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে দুজন প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
Leave a Reply