এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গেলেও ইসরায়েলকে এড়িয়ে যাচ্ছেন, এতে দেশটি হতাশ হলেও কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, কূটনৈতিক নীরবতা বজায় রেখেছে।
মঙ্গলবার থেকে উপসাগরীয় আরব দেশগুলো সফর শুরু করেছে ট্রাম্প। প্রথমে সৌদি আরব, সেখান থেকে কাতার হয়ে সংযুক্ত আরব আমিরাত যাবেন তিনি।
ইতোমধ্যে ট্রাম্প সৌদি আরব সফর শেষ করেছেন এবং কাতার সফরের শেষ পর্যায়ে আছেন। বৃহস্পতিবার এখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন বলে রয়টার্স জানিয়েছে।
এই সফরে ট্রাম্প একের পর এক ঘোষণা দিয়েছেন যেগুলো ইসরায়েলিদের তাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে তাদের সম্পর্ক বিষয়ক ধারণাকে কাঁপিয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সফরে ইসরায়েলকে এড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে এই সফরকে ধনী উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে লাভজনক ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বাড়তি মনোযোগের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই দেশগুলোর মধ্যে কাতারও আছে, এই দেশটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সাহায্য করছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছেন ইসরায়েলি কর্মকর্তারা।
ট্রাম্পের এই সফর শুরুর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আঞ্চলিক শত্রু ইরানের আলোচনা নিয়ে এবং ইয়েমেনের হুতিদের ওপর ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের সিদ্ধান্তে ইসরায়েল ক্ষুব্ধ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে গেলেও ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল আছে।
এরপর গাজায় বন্দি সর্বশেষ জীবিত মার্কিন জিম্মি এডেন আলেকজান্ডারকে ছাড়িয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রর যখন হামাসের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছায় তখন ইসরায়েলি কর্মকর্তারা চুপচাপ পাশে দাঁড়িয়ে থেকে এটি দেখতে বাধ্য হন।
তারপর থেকে তাদের শুনতে হয়েছে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছেন এবং দামেস্কের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, যাদেরকে ইসরায়েল ছদ্মবেশি জঙ্গি সরকার হিসেবে বিবেচনা করে।
মঙ্গলবার রিয়াদে ট্রাম্প যখন হুতিদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি নিয়ে কৃতিত্ব জাহির করে বক্তব্য রাখছিলেন তখন ইয়েমেন থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম ও তেল আবিবসহ দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজার খবর দিচ্ছিল।
তবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ধারণাগুলো উড়িয়ে দিয়েছেন। উপসাগরীয় আবর দেশগুলো সফরে তার সঙ্গে থাকা সাংবাদিকদের তিনি বলেছেন, তার এই সফরে শেষ পর্যন্ত ইসরায়েলই উপকৃত হবে আর দেশটি এখনও তাকে তাদের অন্যতম কট্টর সমর্থক হিসেবে দেখে আসছে।
“এসব দেশের সঙ্গে আমার যেমন আছে তেমন একটি সম্পর্ক থাকা ইসরায়েলের জন্যও ভালো হবে; এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, মূলত তাদের সবার সঙ্গে,” বলেছেন ট্রাম্প।
ইসরায়েলের কট্টরপন্থি সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব নিয়ে এ পর্যন্ত কোনো মন্তব্য করেননি, শুধু এডেন আলেকজান্ডারের মুক্তির ব্যবস্থা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানানো ছাড়া।
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক পক্ষগুলোর চাপে আছে। এই যুদ্ধ সৌদি আরবের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার নেতানিয়াহুর আশাকে বাধাগ্রস্ত করেছে। আর ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কারণে ইসরায়েল পেছনে পড়ে গেছে, তার দেশের ব্যাপক জনসাধারণের এমন ধারণার মুখোমুখি হয়েছেন নেতানিয়াহু।
Leave a Reply