1. nannunews7@gmail.com : admin :
May 17, 2025, 2:47 am
শিরোনাম :
সৌদি আরব গেলেন আরও ২৬৯২ হজযাত্রী, ৭ জনের মৃত্যু মিরপুরে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হলেন লুৎফর রহমান কুষ্টিয়ায় কলেজের তালা ভেঙে টাকা,ল্যাপটপ ও নথিপত্র লুটের অভিযোগে সংবাদ সম্মেলন কুমারখালীতে ভারতের মুর্শিদাবাদের আলোকে ‘হাজার দুয়ারী’ ভবন নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি লিটন – সাধারণ সম্পাদক রেজাউল করিম এক নজরে আনারস চাষ কাল আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জামায়াত আমিরের মন্তব্য দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে মাঝপথে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ আরও ১২ ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশন স্কিমের চাঁদা

জামায়াত আমিরের মন্তব্য দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে

  • প্রকাশিত সময় Friday, May 16, 2025
  • 3 বার পড়া হয়েছে

এনএনবি : বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো উসকানি বা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সংগঠনের নায়েবে আমির, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
দেশের প্রতিটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকতে হবে। কথা বলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি বা অপ্রীতিকর ঘটনায় জড়ানো যাবে না। সকল শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জামায়াত আমির মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান রবের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন এবং দেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল রাষ্ট্র হিসেবে কবুল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640