1. nannunews7@gmail.com : admin :
May 17, 2025, 2:12 am
শিরোনাম :
সৌদি আরব গেলেন আরও ২৬৯২ হজযাত্রী, ৭ জনের মৃত্যু মিরপুরে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হলেন লুৎফর রহমান কুষ্টিয়ায় কলেজের তালা ভেঙে টাকা,ল্যাপটপ ও নথিপত্র লুটের অভিযোগে সংবাদ সম্মেলন কুমারখালীতে ভারতের মুর্শিদাবাদের আলোকে ‘হাজার দুয়ারী’ ভবন নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি লিটন – সাধারণ সম্পাদক রেজাউল করিম এক নজরে আনারস চাষ কাল আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জামায়াত আমিরের মন্তব্য দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে মাঝপথে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ আরও ১২ ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশন স্কিমের চাঁদা

আরও ১২ ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশন স্কিমের চাঁদা

  • প্রকাশিত সময় Friday, May 16, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : নতুন গ্রাহক নিবন্ধন ও চাঁদার টাকা সংগ্রহে আরও ১২টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়।
এর আগে আরও ১২টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল। এতে এখন মোট ২৪টি ব্যাংকের মাধ্যমে পেনশন স্কিমে চাঁদা দেওয়া যাবে বলে পেনশন কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন চুক্তি হওয়া ব্যাংকগুলো হল- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যায়ক্রমে সব দেশি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের
এনএনবি : এক সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে এসময়ে কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া বেশির ভাগ সবজির দামে চড়াভাব এখনো কাটেনি। তবে কিছু কিছু সবজি আগের চেয়ে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৬ মে) সকালে রাজধানী রামপুরা, মালিবাগ, খিলগাঁও তালতলা ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দীর্ঘদিন বাজারে প্রোটিনের সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের দাম ক্রেতাদের নাগালের মধ্যে ছিল। এখন দাম বাড়ায় তাদের কেউ কেউ উষ্মা প্রকাশ করছেন। বিক্রেতারা জানিয়েছেন, এতদিন ডিম বিক্রি করে লোকসান করেছেন খামারিরা। এখন দাম কিছুটা বাড়লে সেটি খামারিদের জন্য ন্যায্য হবে।
মালিবাগ বাজারের পাইকারি ডিম বিক্রেতা আবুল হোসেন বলেন, বর্ষার এ মৌসুমে অন্যান্য বছর ডিমের দাম আরও বেশি থাকতো। এ বছর অনেকদিন ধরে ডিমের দাম কম, খামারিরা লোকসান গুনছেন। অনেক খামার বন্ধও হয়ে গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বড় বাজারগুলোতে এখন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন হিসাবে। পাড়া-মহল্লায় প্রতি ডজন ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও এ দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।
তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ব্রয়লার ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে কিছু কিছু দোকানে গরুর মাংস কিছুটা বাড়তি দামে বিক্রি করার প্রবণতা লক্ষ্য করা গেছে। আগে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৭৮০ টাকা দাম হাঁকাচ্ছেন অনেক বিক্রেতা। তবে দরদাম করে আগের দামে কেনা যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
পুরোনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমেছে বাজারে নতুন আসা মিনিকেট। বাজার ঘুরে দেখা গেছে, পুরোনো মিনিকেট চাল যেখানে সর্বনি¤œ ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে নতুন মিনিকেটের কেজি ৭০ টাকা। তবে ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মিনিকেট চাল এখনো সর্বোচ্চ ৮৫-৮৬ টাকায় কিনতে হচ্ছে।
বাজারে এখন গ্রীষ্মের পটোল-ঢ্যাঁড়সের মতো সবজিগুলো অন্যসময়ের তুলনায় কম দামে কেনা যাচ্ছে। এসব সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৬০ টাকায়। এছাড়া চিচিঙ্গা, ঝিঙে, কাকরোল, উস্তা, বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
সবজি বিক্রেতা মনির হোসেন বলেন, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, দামও কমছে। তবে বাজার এখনো ওঠানামা করছে। বৃষ্টিতে সরবরাহ কমলে দাম বাড়ছে। এছাড়া প্রতিদিনই দামে কিছুটা হেরফের হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640