মিরপুর প্রতিনিধি ॥ বেড়ানোর কথা বলে ২ লক্ষ টাকা মুক্তিপণ ও দোকান লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মিরপুরের এক ব্যবসায়ী। বুধবার (১৪ মে) কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পালপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হোটেলে আটকে রেখে দুই লক্ষ টাকা মুক্তিপণ ও দোকান লিখে নেওয়ার অভিযোগ করেন কাজল কুমার কুন্ডু নামে এক ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী একই এলাকার মৃত কালাচাঁদ কুন্ডুর ছেলে। কাজল কুমার কুন্ডু সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে বলেন, মিরপুর পৌরসভার পালপাড়া এলাকার রবিন আহমেদ রকি ও ফজলে রাব্বি সম্রাট লোন তুলে দেওয়ার কথা বলে তাকে পাবনার রূপকথা ইকো রিসোর্টে যেতে বলে। পরে সেখানে ভুক্তভোগী গেলে তাকে একটি ঘরে আটকে রেখে তার স্ত্রীর কাছে ফোন করে বিকাশের মাধ্যমে নগদ দুই লক্ষ টাকা আদায় করে। এসময় তাকে আটকে রেখে জিম্মি কওে স্ট্যাম্পের মাধ্যমে তার স্ত্রীর নিকট হতে একটি দোকান ঘর এর চুক্তিনামা লিখে নেয়। এব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, কাজল নামে একজন দুপুরে মিরপুর থানায় এসেছিল। সে বলেছে তাকে লোন তুলে দেওয়ার কথা বলে রবিন ও সম্রাট দুজন পাবনায় যেতে বলে। সেখানে গেলে একটি হোটেলে তাকে আটকে রেখে বিকাশের মাধ্যমে তারা ২ লক্ষ টাকা নেয়। কিন্তু ঘটনাস্থল পাবনায় হওয়ার কারণে আমি তাকে আইনগত সহায়তা নেওয়ার জন্য পাবনায় যেতে বলি। এছাড়াও ভুক্তভোগী সেচ্ছায় মিরপুর থেকে গিয়েছে। এ ঘটনা যদি মিরপুর থানার মধ্যে হতো তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম তবে এব্যাপারে তাকে যতটুকো সম্ভব সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
Leave a Reply