মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা
নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। মিরপুর উপজেলাধীন চিথলিয়া ও ধুবইল ইউনিয়নের যে সকল কাঁচা রাস্তা সম্প্রতি মাটি দ্বারা সংস্কার করা হয়েছে এবং এইচবিবি ও অন্যান্য উন্নয়ন কাজ করা হয়েছে তা বুধবার বিকেলে তিনি সরোজমিনে পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করে ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে তা প্রশস্তকরণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে বলেন ভবিষ্যৎ এর কথা মাথায় রেখে যেকোনো উন্নয়ন কাজের
পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
Leave a Reply