1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:54 pm

বড় অঙ্কের অর্থনৈতিক চুক্তির লক্ষ্য নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু

  • প্রকাশিত সময় Wednesday, May 14, 2025
  • 57 বার পড়া হয়েছে

এনএনবি : চার দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সৌদি আরব দিয়ে শুরু হয়েছে তার এ সফর।
উপসাগরীয় অঞ্চলের ধনী আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগের আশা নিয়ে মঙ্গলবার ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের প্রাথমিক একটি বৈঠকও এরই মধ্যে হয়েছে। এই সফরে ট্রাম্পের প্রধান লক্ষ্য অর্থনৈতিক চুক্তি, গাজা যুদ্ধ বা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নয়।
রিয়াদে সৌদি আরব-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে মঙ্গলবার যোগ দিচ্ছেন ট্রাম্প। তার সঙ্গে থাকছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা। এরপর বুধবার ট্রাম্প যাবেন কাতারে এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে।
ট্রাম্পের সফরের এ তালিকায় নেই ইসরায়েল। এমন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ক্ষেত্রে ঘনিষ্ঠ মিত্রদেশ হিসাবে ইসরায়েলের অবস্থান কোথায় সে প্রশ্ন উঠেছে।
তেলসমৃদ্ধ আরব দেশগুলোতে এই সফরে ট্রাম্প কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পাবেন বলে আশা করছেন। সৌদি আরব এরই মধ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প দেশটির কাছ থেকে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চান।
রিয়াদে বিনিয়োগ ফোরাম এ্ররই মধ্যে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের সম্পর্কের ঐতিহাসিক মুহূর্তের একটি ভিডিও দিয়ে।
বিশাল হলরুমে সামনের সারিতে উপস্থিত রয়েছেন বহুজাতিক অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিংক, ব্ল্যাকস্টোনের সিইও স্টিফেন এ. শোয়ার্জম্যান, মার্কিন কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট, সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ও খালিদ আল-ফালিহ।
ফোরামের উদ্বোধন করে সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, “শুধু জ্বালানিই নয়, এখন আমাদের সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে। আমেরিকানদের সঙ্গে যৌথ উদ্যোগে দারুণ কিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে।”
ফোরামের একটি প্যানেলে ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিংক বলেন, “গত ২০ বছরে আমি ৬৫ বারেরও বেশি সৌদি আরব সফর করেছি। একসময় সৌদি আরব অনুসারী ছিল, এখন নেতৃত্ব দিচ্ছে। তারা এখন তেলের বাইরেও তাদের অর্থনীতির প্রসার ঘটাচ্ছে।”
তেল ও নিরাপত্তার বন্ধনে যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক:
দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের, যার ভিত্তি তেল সরবরাহ এবং নিরাপত্তা সহযোগিতা। সৌদি আরব তেল দেয়, যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করে—এটাই সম্পর্কের মূল ভিত্তি।
এই সফরের সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার তিনি তুরস্ক যেতে পারেন। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক হতে পারে।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোম সফরের পর সৌদি আরবে দ্বিতীয় বিদেশ সফর করছেন ট্রাম্প।
গাজায় ১৯ মাসের যুদ্ধে নতুন ত্রাণ সহায়তার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টাও করছে ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের ইসরায়েল সফরের পরিকল্পনা না থাকায় দেশটিতে ক্ষোভ বাড়ছে।
ওদিকে, ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা সম্প্রতি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আলোচনায় বসেছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে এসব বিষয় তার মধ্যপ্রাচ্য সফরের মূল বিষয়বস্তু নয়। বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্রচুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন। এতে উন্নত প্রযুক্তির অস্ত্র থাকতে পারে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, আব্রাহাম চুক্তি সম্প্রসারণে শিগগিরই অগ্রগতি হতে পারে। এই চুক্তির আওতায় ট্রাম্পের আগের মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।
তবে গাজা যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধান ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতানিয়াহুর বিরোধিতার কারণে সৌদি আরবের সঙ্গে এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই বলেই রয়টার্সকে জানিয়েছে একাধিক সূত্র।
সফরের পরবর্তী ধাপে কাতার ও আরব আমিরাতেও অর্থনৈতিক আলোচনাই হবে ট্রাম্পের মূল বিষয়বস্তু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640