1. nannunews7@gmail.com : admin :
May 15, 2025, 12:58 am
শিরোনাম :
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিন্ড : প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সম্পন্ন দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেফতার মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার হোটেলে আটকে ২ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে মিরপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল দুদকের মামলায় জুবাইদার জামিন; জরিমানা স্থগিত এক নজরে তরমুজ চাষ জুনেই পাওয়া যাবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তি

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিন্ড : প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত সময় Wednesday, May 14, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির ‘হৃদপি-’ হিসেবে বর্ণনা করে এর আধুনিকায়নে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “এই হৃৎপি-কে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে। এজন্য আমি নেপাল ও ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের (সেভেন সিস্টার্স) কথা বলেছি। যদি তারা এতে যুক্ত হয়, তারা উপকৃত হবে, আমরাও হব। যারা যুক্ত হবে না, তারা পিছিয়ে পড়বে।”
বুধবার চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনের সময় এ কথা বলেন সরকারপ্রধান। অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই নিজের জেলা চট্টগ্রামে তার প্রথম সফর।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরুতেই বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড-৫ পরিদর্শনে যান ইউনূস। সেখানে তিনি একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
টার্মিনাল পরিদর্শনের সময় বন্দরের সক্ষমতা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় তিনি বলেন, “এটা আমাদের জন্য একটা বড় সুযোগ।”
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে অন্তর্র্বতীকালীন সরকার যে বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, সে কথা তুলে ধরেন ইউনূস।
তিনি বলেন, “যদি সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়, তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
“বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের আশা। এটি ছাড়া কোনো বিকল্প নেই।”
চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপি-। কিন্তু যদি হৃৎপি- দুর্বল হয়, কোনো ডাক্তারই তা আর ভালো করতে পারে না। তাই একে বিশ্বমানের করতে হবে।”
তিনি বলেন, বন্দর ব্যবস্থাপনায় নিয়োজিত বৈশ্বিক পর্যায়ের শীর্ষ কোম্পানিগুলোকে আগেও ডাকা হয়েছিল, কিন্তু কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
বিশ্ব যেখানে এগিয়ে চলেছে, বাংলাদেশ ‘অনেক পিছিয়ে পড়েছে’ মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “কেউ গুরুত্ব দেয় না। এজন্য আমি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছি। আমি বলেছি বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ অপারেটরদের হাতে তুলে দিতে হবে। আশা করি সবাই একদিন বুঝবে।”
চট্টগ্রাম বন্দর নিয়ে নিজের শৈশব স্মৃতির কথা তুলে ধরে ইউনূস বলেন, “এই সফরের জন্য আমি অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার জন্য নতুন কিছু নয়। আমি শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এটি অনেক বদলেছে, তবে দুঃখের বিষয় হল পরিবর্তন ধীর গতির। আমি যখন সুযোগ পেলাম, তখন থেকেই ভেবেছি কী করা যায়।”
নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন প্রধান উপদেষ্টার বন্দর উন্নয়নের আগ্রহের প্রশংসা করেন।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের আশেপাশে একাধিক টার্মিনাল নির্মাণ কনটেইনার জট কমাতে সাহায্য করবে। আমি আশা করি আগামী ছয় মাসের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বন্দরের আধুনিকায়নের বিকল্প নেই।
তিনি জানান, বাংলাদেশের ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য এবং তার ৯৮ শতাংশ নিউ মুরিং কনটেইনার টার্মিনাল দিয়ে সম্পন্ন হয়।
“প্রাকৃতিক কারণে ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। এ কারণে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন প্রায় ১০ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে “
বন্দরের কর্মসূচি সেরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে তিনি কর্তফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন এবং চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন-হাটহাজারী সড়কের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন।
দুপুরে সার্কিট হাউস থেকে তিনি যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হয় এ শিক্ষায়তনের পঞ্চম সমাবর্তন। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ‘ডি লিট’ ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সমাবর্তনের অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640