ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া শাখার শোক
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির উদ্দীন আর নেই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্ব্যকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে শারিরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্ব্যকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব কুষ্টিয়া পৌর গোরস্থানে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডাঃ জমির উদ্দিনের মৃত্ব্যতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক ডাঃ ফজলুল হক ও সদস্য সচিব ডাঃ নাসিমুল বারী বাপ্পি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply