1. nannunews7@gmail.com : admin :
May 13, 2025, 8:25 pm
শিরোনাম :
স্ত্রী ও দুই সন্তানকে হত্যার চেষ্টার পর নিজের গলা কাটলেন যুবক, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্ব্য কুষ্টিয়ায় মহিলা চিকিৎককে লাঞ্চিত করার প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ কর্মসুচী ভেড়ামারায় বিএনপি’র অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দু’গ্র“পের মুখোমুখি অবস্থান গণশুনানি উপলক্ষে দুদকের প্রচারণা ও অভিযোগ গ্রহণ মিরপুরে সরকার নির্ধারিত মূল্যে সার পায় না কৃষক শিশু চিকিৎসক ডাঃ জমির উদ্দিন আর নেই অন্তর্বর্তী সরকারের বিবৃতি আ’লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করে না দুদকের মামলায় জুবাইদা রহমানকে আপিলের অনুমতি হাই কোর্টের এক নজরে লেবু চাষ মিরাজের লক্ষ্য শীর্ষ স্থান

মিয়ানমারে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত সময় Tuesday, May 13, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : মিয়ারমারের ক্ষমতাসীন জান্তার বাহিনীর বিমান হামলায় দেশটির একটি স্কুলে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এ খবর দিয়েছে দেশটির ছায়া সরকার। খবর রয়টার্সের।
ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) পরিচালিত স্কুলটি সাগাইং অঞ্চলের দেপায়িন শহরে অবস্থিত। যা মান্দালয়ের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে।
এনইউজির মুখপাত্র নে ফোন লাট বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। হামলার কারণে কেউ কেউ নিখোঁজও থাকতে পারে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে। যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এনইউজি-সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে।
রয়টার্স থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এপ্রিলের শুরুর দিকে দেশটিতে একটি ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হন। এরপর দেশটির জান্তা সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি সই হয়। গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল, ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অঞ্চলে সামরিক বাহিনী বিমান হামলা ও কামান হামলা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, এনইউজি হলো ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া নির্বাচিত সরকারের সদস্যদের নিয়ে গঠিত একটি ছায়া সরকার। যাতে অন্যান্য জান্তাবিরোধী গোষ্ঠীগুলোও যুক্ত রয়েছে।

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন
মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে আচমকাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে, ভারত ও পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ‘সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। চলমান সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড়।
বিশেষজ্ঞদের মতে, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক ‘ব্যাকচ্যানেলে’র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল।
তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই ভারত ও পাকিস্তান নতুন করে সমঝোতা লঙ্ঘনের অভিযোগে একে অপরকে পাল্টা দোষারোপ করতে থাকে – যা এই চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করে।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘বারবার সমঝোতা লঙ্ঘনে’র অভিযোগ তোলে, অন্য দিকে পাকিস্তান জানায় যে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং তাদের বাহিনী ‘দায়িত্বশীলতা ও সংযম’ প্রদর্শন করছে।
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার আগে, ভারত ও পাকিস্তান এমন একটি সংঘর্ষের দিকে এগোচ্ছিল, যা পূর্ণাঙ্গ যুদ্ধেও রূপ নিতে পারত বলে অনেকেই আশঙ্কা করেছিলেন।
গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর, ভারতের দিক থেকে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানো হয়, যার ফলে টানা চারদিন ধরে ধরে আকাশপথে লড়াই ও তীব্র গোলাবর্ষণ চলতে থাকে। শনিবার সকালে উভয় পক্ষের বিমানঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠে।
বিবৃতির লড়াইও চরমে ওঠে, দুই দেশই দাবি করতে থাকে যে তারা প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করেছে।
ওয়াশিংটন ডিসি-র ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তানভি মদান বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৯ মে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যে ফোন করেছিলেন তা ‘সম্ভবত একটি খুব গুরুত্বপূর্ণ মোড় ছিল’।
তিনি আরও বলেন, আমরা এখনও জানি না আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ ঠিক কী ভূমিকা পালন করেছে, তবে এটা স্পষ্ট যে গত তিন দিন ধরে অন্তত তিনটি দেশ – যুক্তরাষ্ট্র তো বটেই, তার সঙ্গে যুক্তরাজ্য ও সৌদি আরবও এই উত্তেজনা প্রশমনে কাজ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানি গণমাধ্যমকে বলেন, এই কূটনৈতিক প্রচেষ্টায় ‘তিন ডজন দেশ’ জড়িত ছিল – যাদের মধ্যে ছিল তুরস্ক, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র।
তানভি মদানের মতে, প্রশ্ন হচ্ছে, যদি এই টেলিফোন কলটা আরও আগে – ভারতের প্রাথমিক হামলার ঠিক পর পরই আসত, যখন পাকিস্তান ইতোমধ্যে ভারতের ক্ষয়ক্ষতির দাবি করছিল এবং উত্তেজনা হ্রাসের সুযোগ ছিল, তাহলে হয়ত পরবর্তী সংঘর্ষ এড়ানো যেত।
এটাই প্রথম নয় যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ভারত-পাকিস্তান সংকট নিরসনে সাহায্য করেছে।
নিজের আত্মজীবনীতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছিলেন, ২০১৯ সালের ভারত-পাকিস্তান উত্তেজনার সময় তাকে এক ভারতীয় কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য ঘুম থেকে জাগানো হয়েছিল, যিনি আশঙ্কা করছিলেন পাকিস্তান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করছে।
পরে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া অবশ্য লিখেছিলেন, পম্পেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের ভূমিকা উভয়ই অতিরঞ্জিত করেছিলেন।
তবে কূটনীতিকরা বলছেন, এবার সংকট নিরসনে যুক্তরাষ্ট্র যে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে বিষয়ে একেবারেই সন্দেহ নেই।
অজয় বিসারিয়া বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইরের শক্তি। আগের বার পম্পেও দাবি করেছিলেন তারা পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছিলেন।
এবারও তারা হয়ত নিজেদের ভূমিকা অতিরঞ্জিত করে দেখাবে। কিন্তু এটা ঠিক, এবারে সম্ভবত তারা মূল কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে এবং দিল্লির অবস্থানকে ইসলামাবাদে জোরেশোরে তুলে ধরেছে।
তবে সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বেশ নির্লিপ্ত ছিল, তাতেও কোনও ভুল নেই।
উত্তেজনা যখন চরমে উঠছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বৃহস্পতিবার বলেন, এই যুদ্ধ ‘আমাদের মাথা ঘামানোর ব্যাপার নয়’, তাই যুক্তরাষ্ট্র এতে জড়াবে না।
তিনি ফক্স নিউজকে দেওয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ রয়েছে … আমেরিকা ভারতকে বলতে পারে না যে তোমরা অস্ত্র সংবরণ করো। আমরা পাকিস্তানকেও সেটা বলতে পারি না। কাজেই আমরা কূটনৈতিক উপায়েই চেষ্টা চালিয়ে যাব।
অন্য দিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি দুই দেশের (ভারত ও পাকিস্তানের) নেতাদেরই খুব ভালো চিনি, এবং আমি চাই তারা নিজেরা সমস্যার সমাধান করুক … আমি চাই তারা থেমে যাক, এবং আশা করি তারা এখন থামবে।
লাহোরভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার বিবিসিকে বলেন, এই বারের ঘটনায় আগেরগুলোর থেকে একমাত্র পার্থক্য ছিল এই যে, শুরুতে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ছিল।
তিনি বলেন, আমেরিকার ভূমিকা আগের মতোই ছিল, তবে এবার তারা শুরুতে সরাসরি হস্তক্ষেপ করেনি। তারা প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং পরে হস্তক্ষেপ করেছে।
পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন সংঘাত যখন চরমে পৌঁছয়, পাকিস্তান তখন ‘ডুয়েল সিগনাল’ বা দু’রকম বার্তা দিতে শুরু করে – একদিকে সামরিক প্রত্যাঘাত চলতে থাকে, অন্য দিকে তারা ‘ন্যাশনাল কমান্ড অথরিটির’ (এনসিএ) বৈঠক ডাকার কথাও ঘোষণা করে, যা স্পষ্টতই পারমাণবিক অস্ত্র প্রয়োগেরও ইঙ্গিত দেয়।
সংকটের ঠিক এই পর্যায়েই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দৃশ্যপটে আসেন।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো অ্যাশলে জে টেলিস বিবিসিকে বলেন, এখানে আমেরিকা ছিল অপরিহার্য। পররাষ্ট্রমন্ত্রী রুবিও-র প্রচেষ্টা ছাড়া এই পরিণতি কিছুতেই আসত না।
তার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্কও এই ফলাফলে আসতে সাহায্য করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক এবং সেই সঙ্গে তাদের বৃহত্তর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থই যুক্তরাষ্ট্রকে ভারত ও পাকিস্তান উভয়ের ওপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করার সুযোগ দেয়।
ভারতের কূটনীতিকদের মতে, এবার শান্তির লক্ষ্যে তিনটি পথে প্রচেষ্টা ছিল, যা অনেকটা ২০১৯ সালের পুলওয়ামা-বালাকোট ঘটনার সময়েও দেখা গিয়েছিল।
এগুলো হল :
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ
সৌদি মধ্যস্থতা, যেখানে সৌদির কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী দিল্লি ও ইসলামাবাদ সফর করেন
ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) মধ্যে সরাসরি সংলাপ
প্রথমে বিশ্ব রাজনীতির অন্যান্য বিষয়ে মনোযোগ থাকলেও এবং ‘আমরা এতে জড়াব না’ যুক্তরাষ্ট্রের এই ধরনের মনোভাব থাকলেও শেষ পর্যন্ত তারাই কিন্তু দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে ‘অপরিহার্য মধ্যস্থতাকারী’র ভূমিকা পালন করেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হয়ত নিজেদের ভূমিকা অতিরঞ্জিত করে দেখাবেন কিংবা দিল্লি ও ইসলামাবাদ হয়ত সেটিকে ছোট করে দেখতে চাইবে, কিন্তু বিশেষজ্ঞদের মতে ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও অতীব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে জটিল।
তবে শনিবারের ঘটনাপ্রবাহের পর এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ রয়ে গেছে। কিছু ভারতীয় সংবাদমাধ্যম আবার জানিয়েছে, মূলত দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাই এই যুদ্ধবিরতি করিয়েছেন – যুক্তরাষ্ট্র নয়।
বিবিসিকে বিদেশ নীতির বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, এই যুদ্ধবিরতি অনিবার্যভাবে ভঙ্গুর হবে। এটা খুব তাড়াতাড়ি এসেছিল, চরম উত্তেজনার মধ্যে। এবং ভারত মনে হয় এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের চেয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে।আর যেহেতু এটা খুব দ্রুত করা হয়েছে, তাই একটা চুক্তি সফল হতে গেলে যে ধরনের আশ্বাস বা নিশ্চয়তার উপাদানগুলো থাকা দরকার তাড়াহুড়ো করে করার কারণে সেটা এক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640