1. nannunews7@gmail.com : admin :
May 13, 2025, 7:33 pm
শিরোনাম :
স্ত্রী ও দুই সন্তানকে হত্যার চেষ্টার পর নিজের গলা কাটলেন যুবক, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্ব্য কুষ্টিয়ায় মহিলা চিকিৎককে লাঞ্চিত করার প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ কর্মসুচী ভেড়ামারায় বিএনপি’র অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দু’গ্র“পের মুখোমুখি অবস্থান গণশুনানি উপলক্ষে দুদকের প্রচারণা ও অভিযোগ গ্রহণ মিরপুরে সরকার নির্ধারিত মূল্যে সার পায় না কৃষক শিশু চিকিৎসক ডাঃ জমির উদ্দিন আর নেই অন্তর্বর্তী সরকারের বিবৃতি আ’লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করে না দুদকের মামলায় জুবাইদা রহমানকে আপিলের অনুমতি হাই কোর্টের এক নজরে লেবু চাষ মিরাজের লক্ষ্য শীর্ষ স্থান

বাংলাদেশি তৈরি পোশাক সবচেয়ে বেশি রফতানি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন

  • প্রকাশিত সময় Tuesday, May 13, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের তৈরি পোশাক রপ্তানি এখন পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত ৩২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করেছেÑ যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। সম্প্রতি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত বাজারভিত্তিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, তৈরি পোশাক রফতানিতে সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউতে রফতানি আয় দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা মোট আরএমজি রফতানির প্রায় ৫০ শতাংশ (৪৯.৭৮ শতাংশ)।
দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশ রফতানি করেছে ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলারের পোশাক— মোট রফতানির ১৯.০৯ শতাংশ।
যুক্তরাজ্যে রফতানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এবং কানাডায় ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
ইইউ’র বাজারে রফতানি বেড়েছে ১০.৫৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি ১৫.৭৫ শতাংশ, কানাডায় বেড়েছে ১৩.৮৬ শতাংশ, যুক্তরাজ্যে ৩.৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইইউর অভ্যন্তরে সবচেয়ে বড় বাজার জার্মানি, যেখানে রফতানি আয় ৪ দশমিক ০৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন (২.৮৫ বিলিয়ন ডলার) ও তৃতীয় ফ্রান্স (১.৭৮ বিলিয়ন ডলার)। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে— নেদারল্যান্ডস ও সুইডেন, যেখানে যথাক্রমে ২২.৯০ শতাংশ ও ১৯.৬৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশের পোশাক রফতানিতে ‘নন-ট্র্যাডিশনাল’ বা অপ্রচলিত বাজারগুলোর অবদানও বাড়ছে। এই খাতে রফতানি আয় দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা মোট রফতানির ১৬.৭৯ শতাংশ। প্রবৃদ্ধি হয়েছে ৬.২৫ শতাংশ। এই বাজারে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ভারতে প্রবৃদ্ধি হয়েছে ১৮.৮৫ শতাংশ, জাপানে বেড়েছে ১০.৪১ শতাংশ।
আরএমজির দুটি প্রধান উপখাতেই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। নিটওয়্যার রফতানি বেড়েছে ১০.৭৪ শতাংশ ওভেন পণ্যে প্রবৃদ্ধি ৯.১৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাণিজ্য দ্বন্দ্ব এবং সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাসে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে অপ্রচলিত বাজারের দিকে আরও কৌশলগত দৃষ্টি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640