বিনোদন প্রতিবেদক ॥ প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ। এ দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায় আসন্ন চলচ্চিত্র ‘ইনসাফ’। এবার ছবিটির প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো।
রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। সেখানে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল। প্রেমিকা নাকি খুনি কিংবা দুটোই; এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।
ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে, অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।
এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।
কথা বলতে সমস্যা, কানেও
কম শুনেন সাইফপুত্র ইব্রাহিম
সাইফ আলী খান ও অমৃতার পুত্র ইব্রাহিম আলী খান। মেয়ের পর বাবা-মায়ের পথ ধরে বলিউডে নাম লেখিয়েছেন তিনি। কয়েক মাস আগে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা। যদিও তার প্রথম সিনেমা নিয়ে তুমুল বিদ্রূপ, কটাক্ষের শিকার হয়েছেন। এবার জীবনের অজানা অধ্যায় প্রকাশ্যে আনলেন সাইফ পুত্র। জানালেন, ছোটবেলা থেকেই কানে শোনার সমস্যা রয়েছে তার।
জিকিউ-কে সাক্ষাৎকার দিয়েছেন ইব্রাহিম আলী খান। এ আলাপচারিতায় পড়াশোনা, ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেন। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ২৪ বছরের ইব্রাহিম। শ্রবণ শক্তি কম ও কথা বলার সমস্যা থাকার কারণে সেখানেও বাড়তি সংগ্রাম করতে হয়েছে তাকে।
এ বিষয়ে ইব্রাহিম আলী খান বলেন, “একজন ভারতীয় হিসেবে সেখানে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন ছিল। তবে আমার জীবনের সেরা চার বছর সেখানে কাটিয়েছি। খেলাধুলা করতাম, নতুন বন্ধু পেয়েছি, অনেক কিছু শিখেছি। তখন আমার কথা বলার সমস্যা আরো বেশি প্রকট ছিল, তার মধ্যে নতুন জায়গা।”
বিস্তারিত জানিয়ে ইব্রাহিম আলী খান বলেন, “জন্মের পরপরই আমার জন্ডিস হয়। বিষয়টি গুরুতর ছিল। আর এটা আমার ব্রেনকে ক্ষতি করে। আমি শ্রবণ শক্তি কিছুটা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, আমার কথা বলার উপরেও প্রভাব পড়ে।”
এই সমস্যা কাটিয়ে উঠার আপ্রাণ চেষ্টা করছেন ইব্রাহিম। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই কথা বলা নিয়ে কাজ করছি। কীভাবে এর উন্নয়ন করা যায় সেটার চেষ্টা করছি। থেরাপিস্ট, কোচদের সাহায্য নিয়েছি। এখনো পুরোটা ঠিক হয়নি। কিন্তু এটা ঠিক করার জন্য চেষ্টা করছি।”
‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ইব্রাহিম আলী খান। গত ৭ মার্চ ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে পা রাখেন। যদিও প্রশংসার পরিবর্তে কটুক্তি কুড়িয়েছেন এই তারকা পুত্র। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকে।
Leave a Reply