কাগজ প্রতিবেদক ॥ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার আয়োজনে, জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়ার সহযোগিতায় আগামী ২৬ মে ২০২৫ কুষ্টিয়ায় গণশুনানি উপলক্ষে কুষ্টিয়া ও পাশ্ববর্তী এলাকায় প্রতিদিন প্রচারণা চলছে। প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে স্থাপিত বুথে প্রচারণা ও অভিযোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, দুপ্রক জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ ওবাইদুর রহমান, দুদকের এএসআই মোঃ খাইরুল আলম প্রমুখ। বুথে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন টিআইবির এ্যাকটিভ সিটিজেন গ্র“পের রোজা ও শাম্মী।
Leave a Reply