কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মহিলা চিকিৎসককে লাঞ্চিত করার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি সহ বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের মেডিকেল ট্রেনিং স্কুলের সামনে প্রায় দুই শতাধিক চিকিৎসকদের অংশগ্রহনে বিক্ষোভ কর্মসুচীতে ওই নারী চিকিৎসকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তুমুলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষনা দেয়। ডক্টর এসোসিয়েশন (ড্যাব)’র কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক ডাঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ নাসিমুল বারী বাপ্পির সঞ্চালনায় সমাবেশে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট নিউরো মেডিসিন চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ আকরামুজ্জামান মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ৫ মে কুষ্টিয়ায় শারমিন সুলতানা নামের এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি চাকরি, ঘর, জমি, ভাতা দেওয়াসহ বিভিন্ন প্রলোভনে অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে শহরের র্যাব গলীতে তার ল্যাব কেয়ার চেম্বারের ভেতরে কতিপয় মহিলা তাকে লাঞ্চিত করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply