1. nannunews7@gmail.com : admin :
May 12, 2025, 4:32 pm
শিরোনাম :
ঢেঁড়শ দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে অধ্যাদেশ জারি ব্যাংকের তহবিল প্রতারণায় দায়ী হবেন এমডি-চেয়ারম্যানও ‘গোলাম আজমের বাংলায়’ স্লোগানের দায়িত্ব ‘তাদেরকেই’ নিতে হবে: এনসিপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০ পাকিস্তান সেনাবাহিনীর ‘বিজয়’ উদযাপন করছেন লাহোরের বাসিন্দারা যুক্তরাষ্ট্র-চীন ‘বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক’ বাণিজ্য আলোচনার প্রশংসায় ট্রাম্প উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ আকাশ-অন্তরার ‘প্রেমিক স্বৈরাচার

যুক্তরাষ্ট্র-চীন ‘বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক’ বাণিজ্য আলোচনার প্রশংসায় ট্রাম্প

  • প্রকাশিত সময় Monday, May 12, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক ‘পুরোপুরি নতুন ভাবে শুরু হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও বেইজিংয়ের কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনার প্রথম দিন শেষে তিনি এ মন্তব্য করেন, জানিয়েছে বিবিসি।
শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের আলোচনাকে ‘চমৎকার’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, দুই দেশের বাণিজ্য সম্পর্কে এ পরিবর্তন এসেছে ‘বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে’।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট চলতি বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ঢোকার পর চীন থেকে আমদানি পণ্যে বারবার শুল্ক বাড়িয়েছেন। সর্বশেষ এপ্রিলে গিয়ে এই শুল্ক দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে। এর পাল্টায় চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অনেক পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে।
কয়েক মাসের চাপান-উতোরের পর দুই দেশ চলতি সপ্তাহ থেকে সুইজারল্যান্ডের জেনিভায় আলোচনায় বসতে রাজি হয়।
বেইজিং-ওয়াশিংটন প্রথম দিনের বাণিজ্য আলোচনায় কী কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে ট্রাম্পের পোস্ট ছাড়া এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। দুই দেশের কর্মকর্তারা রোববারও আলোচনা চালিয়ে যাবেন। চীনের হয়ে এতে নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস-প্রিমিয়ার হে লাইফেং, যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
“চীন-যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই আমরা চাই চীনের বাজার আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুলে দেওয়া হোক। দারুণ অগ্রগতি হয়েছে,” বলেছেন ট্রাম্প।
এর আগে শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ওয়াশিংটন একতরফা শুল্ক কমাবে না, চীনকেও ছাড় দিতে হবে।
সুইজারল্যান্ডের বৈঠকের আগে বেইজিংও বলেছে, তারা চায় যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে আনুক। অন্যদিকে বেসেন্ট বলেছিলেন, তাদের লক্ষ্য হচ্ছে ‘উত্তেজনা কমিয়ে আনা’, এবং এই আলোচনায় ‘বড় কোনো বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে না’।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক প্রত্যাশা, নিজ দেশের স্বার্থ এবং আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আকুতি বিবেচনায় নিয়ে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।
পাল্টাপাল্টি এই শুল্ক যে দুই দেশের বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে, তা পশ্চিমা গণমাধ্যমে আগেই এসেছে।
এপ্রিলে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ঢোকা সব দেশের পণ্যে ভিত্তি শুল্ক আরোপ করার পর থেকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হয়।
ভিত্তি শুল্কের বাইরে ট্রাম্প ৬০টির মতো ‘বাণিজ্য অংশীদার’ দেশের ওপর অন্যদের তুলনায় বেশি বেশি সম্পূরক শুল্ক ধার্য করেন, এ দেশগুলোকে তিনি ‘নিকৃষ্ট অপরাধী’ হিসেবেও অ্যাখ্যা দেন। এই তালিকায় অন্যদের সঙ্গে চীন এবং ইউরোপীয় ইউনিয়নও রয়েছে।
এসব দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর ধরে অন্যায্য বাণিজ্য নীতি চালিয়ে গেছে, এই বাড়তি শুল্কের মধ্য দিয়ে ওই মূল্য চুকাতে হবে।
এসবের বাইরেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর এখন যা আছে, তার তুলনায় আরও ২৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজেদের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রে যাওয়া যুক্তরাজ্যের সর্বোচ্চ এক লাখ গাড়ির জন্য ওই শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
যুক্তরাজ্য গত বছর এই পরিমাণ গাড়িই যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640