1. nannunews7@gmail.com : admin :
May 12, 2025, 3:06 pm
শিরোনাম :
ঢেঁড়শ দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে অধ্যাদেশ জারি ব্যাংকের তহবিল প্রতারণায় দায়ী হবেন এমডি-চেয়ারম্যানও ‘গোলাম আজমের বাংলায়’ স্লোগানের দায়িত্ব ‘তাদেরকেই’ নিতে হবে: এনসিপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০ পাকিস্তান সেনাবাহিনীর ‘বিজয়’ উদযাপন করছেন লাহোরের বাসিন্দারা যুক্তরাষ্ট্র-চীন ‘বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক’ বাণিজ্য আলোচনার প্রশংসায় ট্রাম্প উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ আকাশ-অন্তরার ‘প্রেমিক স্বৈরাচার

পাকিস্তান সেনাবাহিনীর ‘বিজয়’ উদযাপন করছেন লাহোরের বাসিন্দারা

  • প্রকাশিত সময় Monday, May 12, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : ভারত ও পাকিস্তান চার দিন ধরে পাল্টাপাল্টি লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই লাহোরের বাসিন্দারা তাদের দেশের সেনাবাহিনীর ‘বিজয় হয়েছে দাবি করে’ উদযাপনে মেতে উঠেছে।
পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরটি প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়। ক্ষেপণাস্ত্রটি নগরীর সুন্দর শিল্পাঞ্চলে আঘাত হেনে মাটিতে ঢুকে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এর পেছনে ইসলামাবাদের সমর্থন আছে বলে অভিযোগ করে নয়া দিল্লি। এর জবাব হিসেবে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী।
‘অপারেশন সিঁদুর’ নামের ভারতীয় এই হামলার জবাব দিতে দেরি করে পাকিস্তান, এতে দেশটির জনগণ সন্দেহপ্রবণ হয়ে ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ দেখানোর দাবি জানাতে থাকে। পরে সব সন্দেহের অবসান ঘটিয়ে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী, তারা এর নাম দেয় ‘বুনইয়া-নুম-মারছুছ’। ‘বুনইয়া-নুম-মারছুছ’ শব্দবন্ধের অর্থ ‘গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর’, যা শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক।
পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা শুরু করার পর দেশটির জনগণ সেনাবাহিনীর আর্টিলারি ট্রাকের ছবি শেয়ার করে শ্লোগান দেয়, ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘পাকিস্তান সেনাবাহিনী পাইন্দাবাদ (বিজয়ী) । তারা রাস্তায় নেমে মিছিল, সমাবেশ করে সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায়।
ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর ইসলামাবাদে পাকিস্তানিদের উল্লাস। ছবি: রয়টার্স
ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর ইসলামাবাদে পাকিস্তানিদের উল্লাস। ছবি: রয়টার্স
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (এন) ‘বুনইয়া-নুম-মারছুছ’অভিযানের ‘সফলতা’ উদযাপনের জন্য লাহোরে জনসভা করে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানায়। লাহোরবাসীরা ভারত ও ইসরায়েলের পতাকা পোড়ায় ও পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে।
জনসভায় অংশ নেওয়া এক ব্যক্তি ডনকে বলেন, “জাতি বিভক্ত ছিল আর ভারতের প্রধানমন্ত্রী মোদীর মিথ্যা অহংকার ও গর্ব এটিকে দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছে।”
অস্ত্রবিরতির সমঝোতা হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর ‘সাহস’ ও ‘যুদ্ধের জন্য প্রস্তুত মনোবলের’ প্রশংসা করে আসা বার্তায় সামাজিক মাধ্যমগুলো ছেয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (এন) এর সভাপতি মিয়া নওয়াজ শরিফ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ও দেশটির অন্যান্য রাজনৈতিক নেতারা। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় জনতাকে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের ফুল ও ফুলের মালা পরিয়ে বরণ করে নিতে দেখা যায়।
সামাজিক মাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেইসবুক পাকিস্তান সেনাবাহিনীকে স্তুতি করা ও ভারতকে নিন্দামন্দ করা বিভিন্ন মিমে ভেসে যায়। জনতা লাহোরের রাস্তায় নেচে, গেয়ে নিজেদের ‘বিজয়’ উদযাপন করে, জানিয়েছে ডন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640