কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক আহবায়ক দেবেশ চন্দ্র সরকার এবং সদস্য সচিব ডাঃ পি কে সাহা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৯১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জেলা কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।“বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর স্বাক্ষরিত ৯১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। জেলা কমিটির উপদেষ্টা করা হয়েছে রতন লাল মৈত্র, দীপেন কুমার ভট্রচার্য্য, প্রকশ কুমার মৈত্র, বিশ^জিত ঘোষ ও তাপন কুমার সাহাকে। কমিটির অনান্যরা হলেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সনদ দত্ত টুকু, যুগ্ম- আহবায়ক রঞ্জন কুমার সরকার, যুগ্ম-আহবায়ক অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, যুগ্ম-আহবায়ক পার্থ সারথী লস্কর, যুগ্ম-আহবায়ক কৃষ্ণ কোমল বিশ^াস, যুগ্ম-আহবায়ক মুক্তি রানী ঘোষ, যুগ্ম-আহবায়ক তপন কুমার চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক মহাদেব বিশ^াস, যুগ্ম- আহবায়ক উৎপলা রানী সাহা, যুগ্ম-আহবায়ক সুদীপ কুমার পাল। “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট”র কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ায় কেন্দ্রয়ী কমিটির সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু এবং সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট”র কেন্দ্রিয় সদস্য তাপস কুমার সাহা ও জেলার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার এবং সদস্য সচিব ডাঃ পি কে সাহা। এছাড়াও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট”র সদস্যরা। উল্লেখ্য, গত ১১ নভেম্বর ঢাকায় “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” নামে একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগান সামনে রেখে গঠিত হয় “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাসকে সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি সমীর কুমার বসুকে সাধারণ সম্পাদক, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ও সুপ্রিম কোর্টের আইনজীব মানিক লাল ঘোষকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জয়দেব জয় কে সাংগঠনিক সম্পাদক এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোবিন্দ চাঁদ কুন্ডুকে দপ্তর সম্পাদক করে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply