ইবি প্রতিনিধি ॥ ইবিতে ডি ইউনিট’ (ধর্মতত্ত্ব) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ মে) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হয়। ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন এবং উপস্থিতর হার ৯০.৩১ শতাংশ। এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী প্রমুখ। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এছাড়াও সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, রোভার স্কাউট ও বিএনসিসি কাজ করেছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘জিএসটির আর্টস ও সোশ্যাল সাইন্সের রেজাল্ট হয়ে গেছে। এখানে যারা এসেছে তারা তো ১০০ ভাগ মাদ্রাসা ব্যাকগ্াউন্ডের। ফলে আর্টস ও সোশ্যাল সাইন্সের সাবজেক্টে চান্স পেয়েছে। তাই হয়তো উপস্থিতি কিছুটা কম। এটি একটি প্রেরণার ব্যাপার যে, ইসলামী বিশ্ববিদ্যালয় এই অনুষদকে জিএসটির বাইরে রেখেও ভালো উপস্থিতি।’ প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ৩টি বিভাগ রয়েছে। যথাক্রমে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত হয়ে অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা নিলেও ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Leave a Reply