ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১০মে শনিবার বিকেল ৩ ঘটিকায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মিতালী ক্লাব আয়োজিত রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রচন্ড এই তাপদাহের মধ্যে ক্রীড়া প্রেমী খেলোয়াড?দের উৎসাহ দেয়ার জন্য আমার এই ক্রিকেট খেলা দেখতে আসা। তিনি আরো বলেন, মাদকে সারা বাংলাদেশের আজ ভাসছে, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। খেলাধুলার জন্য যা যা করার প্রয়োজন আমি করবো। আমি খেলাধুলাকে ভালোবাসি। আমি সব সময় তোমাদের পাশে আছি এবং থাকবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাব্বানী, পৌর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু। সৌরভ হাসান রিঙ্কু অনুষ্ঠানটি পরিচালনা করেন। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো জিয়া স্মৃতি স্পোর্টিং ক্লাব ও দুর্জয় এলিফ্যান্ট ক্লাব। খেলায় দুর্জয় এলিফ্যান্ট ক্লাব। ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেন জিয়া স্মৃতি ক্লাব।
Leave a Reply