1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 11:25 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ভাইয়ের স্বপ্নপূরণে ভর্তি পরীক্ষা দিলেন শ্রুতি লেখক বোন

  • প্রকাশিত সময় Saturday, May 10, 2025
  • 87 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী আদনান উজ-জামান। তার স্বপ্ন একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানো। সেই স্বপ্ন পূরণে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন তিনি। আর ভাইকে জয়ী করতে শ্র“তি লেখকের দায়িত্ব পালন করেছে ছোট বোন ষষ্ঠ শ্রেণির আতিকা জিনাত প্রাপ্তি। এ যেন ভাই-বোনের একসঙ্গে স্বপ্ন জয়ের লড়াই। শুক্রবার (৯ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ৪২০ নম্বর কক্ষে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন আদনান। তার রোল নম্বর ১০৬৯১৪। আদনান কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দক্ষিণ ভবনিপুর গ্রামের আজগর আলী ছেলে। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন কুষ্টিয়া হাউজিংয়ের সবুজ কানন প্রিপারেটরি স্কুল থেকে। এরপর আড়ুয়াপাড়া দিনমনি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৬ এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০৮ অর্জন করেন। জানা যায়, জন্মের পর স্বাভাবিক থাকলেও দেড় বছর বয়সে হঠাৎ করে চলাফেরায় সমস্যা দেখা দেয় আদনানের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাঁটাচলায় জটিলতা বেড়ে যায়। এখনো তার চিকিৎসা চলছে। তবে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে স্বপ্নকে ছুঁতে অনবরত ছুটে চলেছেন তিনি। আদনান বলেন, পরীক্ষা ভালো হয়েছে। ইবিতে কোনো সাবজেক্টে পড়ার সুযোগ পেলে খুবই ভালো লাগবে। অনার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মাস্টার্স করতে চাই। তার বাবা আজগর আলী বলেন, আদনান ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই আগ্রহী। তাকে কখনো পড়ার কথা বলতে হয়নি। এমনকি আজ সকালেও পরীক্ষা দিতে যাওয়ার আগে তাকে পড়ার টেবিল থেকে ডেকে আনতে হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা একটু অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারে। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গত, আজকের গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন মোট ৮৮৬০ পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640