মিরপুর প্রতিনিধি ॥ জামায়াত ইসলামের বড় শক্তি বিএনপি, জামায়াত ইসলামী কোন দিনই বড় শক্তি না যদি বিএনপি পাশে না থাকে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম। গতকাল শুক্রবার (০৯ মে) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, হাসিনা নিরপেক্ষভাবে যেন জনগণ ভোট দিতে না পারে এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন। ১৯৯১ সালে জামায়াত ইসলামী বিএনপির সহযোগিতায় ১৯ টি আসন পেয়েছিলেন। এছাড়াও ২০০১ সালে বিএনপি সহযোগিতায় ১৭ টি আসন পেয়েছিলেন। ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে আন্দোলন করার জন্য বিএনপি জামাতকে সাথে নেয় নি। এই কারণে জামাত মাত্র দুটি আসন লাভ করেছিল। তাই জামাতকে স্মরণ করিয়ে দিতে চাই জামায়াতের বড় শক্তি বিএনপি। এছাড়াও তিনি বলেন,শেখ মুজিব গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামীলীগ সম্পর্কে তিনি বলেন, আওয়াামী লীগ একটি মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। স্বৈরাচার শেখ হাসিনা পরিকল্পিতভাবে ছাত্র-জনতা সহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে প্রশাসন দিয়ে গুম করেছেন। তার আমলে হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গত্ব বরণ করতে হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনাসহ আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে মিজানুর রহমান কানুকে সাধারণ সম্পাদক, উজ্জল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, জালাল উদ্দিনকে সহ-সভাপতি ও আহসান হাবীব লিংকন কে সাংগঠনিক সম্পাদক করে ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।
Leave a Reply