কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া খাজানগর সুবর্ণা রাইচ মিলের কালো বর্জ্য পানিতে খাজানগর, কবুরহাট এলাকায় শত শত জমির ফসল বিনষ্ট হচ্ছে। দুষিত হচ্ছে পরিবেশ, জলজপ্রাণী, মাছসহ জীব-বৈচিত্র।
গতকাল সরজমিনে খাজানগর শান্তির মোড় এলাকায় উপস্থিত হলে দেখা যায় শান্তির মোড়ে বেলি ব্রীজের নিচ দিয়ে কালো দুর্ঘন্দযুক্ত পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের কথা বলে জানা যায় এ কালো দুষিত পানি আসছে রাস্তার ওপারে সুর্বণা রাইচ মিল থেকে মিলে ব্যবহৃত পানি শোধানাগার শেষে পাইপ দিয়ে রাস্তার নিচ দিয়ে ব্রীজের নিচে সংযোগ দেয়া হয়েছে।
প্রতিদিনি সকাল-সন্ধা কালো দুষিত পানি খাজানগর শান্তির মোড় হয়ে পাশ^বর্তি কবুরহাট, খাজানগর এলাকায় ফসলি জমিতে পানি জমছে ধান, নানা রকম সবজি ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। বেশির ভাগ এলাকায় ডোবা জলাশয়ে মাছ, বিভিন্ন প্রাণী দারুন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরে অনেক অভিযোগ দিয়েছে কিন্তু তাতে কোন লাভ হয়নি। সুবর্ণা রাইচ মিলের মালিক স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস করে না। ফলে কবুরহাট, খাজানগর এলাকায় ফসল আবাদ প্রায় ছেড়ে দিয়েছে মানুষ। সুত্রটি বলছে, শুধু সুবর্ণা রাইচ মিল নয় খাজানগর, কবুরহাট এলাকায় প্রায় ৬ শতাধিক রাইচ মিলের একই চিত্র। কারো বর্জ্য পানি ব্যবস্থা প্লান্ট নেই। নেই ড্রেনেজ ব্যবস্থা। ফলে মিল থেকে সরাসরি পাইপ দিয়ে পাশের ফসলি জমি, জলাশয়ে তা নির্গত করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। পরিবেশবিদরা বলছেন, এ ভাবে চলতে থাকলে এক সময়ে খাজানগর, কবুরহাটসহ অত্র এলাকায় পরিবেশের উপর দারুন হুমকি পড়বে। পরিবেশ বিধি অনুযায়ী রাইচ মিলে যে কোন মিলের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক পরিবেশ বান্ধব থাকতে হবে। কোন ভাবেই ফসলি জমি, নদী, পুকুর বা জলাশয়ে নির্গত করা যাবে না। কিন্তু কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর দিনের পর দিন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন আর রাইস মিলের মালিকরা পরিবেশ দুষিত করে চলেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Leave a Reply