কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন করা হয়েছে। (শনিবার) ১০ মে সন্ধ্যা সাড়ে সাতটায় দিবসটি উপলক্ষে পরিবেশবাদী ও সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়া এবং বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের এর উদ্যোগে হাসপাতাল মোড় এলাকা সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন। বিশেষ অতিথি ছিলেন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ। এ সময় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার দপ্তর সম্পাদক মীর কুশল, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, আরাফাত জুবায়ের নয়ন, এনায়েতুল ইসলাম পলাশ, রাকিব হক, ওয়াসিফ বিল্লাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূরীকরণই এই দিবস পালনের উদ্দেশ্য। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়। ২০০৮ সালে এ দিবসের শ্লোগান ছিল “পরিযায়ী পাখি: জীব বৈচিত্রের দূত”। পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে যে এরা অতিথি নয়। বরং যে দেশে যায় সেখানে তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বৎসরের বেশ কয়েকমাস তারা ভিনদেশে বাস করে। বরং তারা নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য। তাই আমরা পরিযায়ী পাখিকে অতিথি পাখি মনে করে হত্যা না করি।
Leave a Reply