ঢাকা অফিস॥ শিল্পে গ্যাস সরবরাহ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান
শিল্পে সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমাবে সরকার। পাশাপাশি চলতি মে থেকে আগস্ট পর্যন্ত বাড়তি চার কার্গো এলএনজি আমদানি করে শিল্প খাতে সরবরাহ করা হবে। এই দুই খাত থেকে বর্তমানের তুলনায় দৈনিক ২৫ কোটি ঘনফুট বাড়তি গ্যাস শিল্পে সরবরাহ করা হবে। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের শিল্পে গ্যাস সরবরাহ সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে ১২০ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হতো, সেখান থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস এখন শিল্প খাতে দেওয়া হবে। এছাড়া মে থেকে আগস্ট- এ চার মাসে চারটি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করা হবে। এর ফলে আরও দশ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সব মিলিয়ে শিল্পের জন্য ২৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে ব্যবসায়ীদের সভা
সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে ব্যবসায়ীদের সভা
তিনি বলেন, বাড়তি এই গ্যাস বরাদ্দ দেওয়া হবে শিল্প এলাকায়। কোথায় কোথায় গ্যাস দিতে হবে সেটা ব্যবসায়ীরা ঠিক করে দেবেন। সে অনুযায়ী সরবরাহ বাড়ানো হবে। একই সঙ্গে নজরদারি বাড়ানো হবে।
বিদ্যুৎ উৎপাদন থেকে গ্যাস কমিয়ে আনলে কি ধরনের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তখন আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বেশি চালাবো। এখনও চালানো হচ্ছে। তখন আরও বেশি পরিমাণে চালানো হবে। তিনি বলেন, বর্তমান সরকার রমজানে অগ্রাধিকার দিয়েছে বিদ্যুৎ ও সেচে। এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিল্প খাতে।
ফাওজুল কবির খান বলেন, বৈঠকে শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন, অবৈধ সংযোগের কারণে অনেক ক্ষেত্রে গ্যাস পাওয়া যায় না। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে একটি যৌথ টার্স্কফোর্স গঠন করা হবে।
তিনি বলেন, গ্যাসের সমস্যার জন্য তিতাস একটি হটলাইন তৈরি করবে। দেশীয় গ্যাস উৎপাদন প্রতিনিয়তই কমছে। এ কারণে এলএনজি আমদানি বাড়াতে হচ্ছে। আবার দেশে নতুন নতুন শিল্প কারখানাও গড়ে উঠছে। এর মধ্যেও সরকার শিল্পখাত থেকে গ্যাস সরবরাহ কমায়নি। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, বাড়তি কার্গো আমদানি করলে ভর্তুকি বাড়বে কিনা এবং গ্যাসের দামের ওপর কোন প্রভাব পড়বে কিনা জবাবে উপদেষ্টা বলেন, বাড়তি এলএনজি আমদানির ফলে ১১ হাজার কোটি টাকা ঘাটতি হবে। তবে শিল্পের উৎপাদন ব্যাহত হলে সেটার দাম আরও বেশি হবে। এজন্য সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। তিনি বলেন, সরকার বেশি দামে গ্যাস এনে কম দামে সরবরাহ করছে। তবু জনস্বার্থ ও শিল্পের স্বার্থে সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে না।
আগামীতে গ্যাস সংকট হবে না এমন কোনো গ্যারান্টি সরকার দেবে কিনা আরেক প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, সরকার এমন গ্যারান্টি দিতে পারে না। এই সংকট বর্তমান সময়ে হয়নি। এটা আগে থেকে চলে আসছে। এটা সমাধান করতে হবে। আমরা স্বল্পমেয়াদে দায়িত্বে এসেছি। তবু চেষ্টা করছি। নতুন অনুসন্ধান কূপের দিকে মনোযোগ দিচ্ছি। এই বছর ৫০টা কূপ এবং আগামী বছর ১০০ টাকা কূপ খননের পরিকল্পনা রয়েছে। ভোলাতেও নতুন কূপ অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরনো কূপ সংস্কার করে তিন গ্যাসক্ষেত্র থেকে ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বেড়েছে, যা ইতিমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাপেক্সকে শক্তিশালী করতে নতুন করে খনন যন্ত্র (রিগ) কেনা হচ্ছে।
সমুদ্রে গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বানের বিষয়ে উপদেষ্টা বলেন, সাত কোম্পানি দরপত্র কিনেছিলেন। আমরা তাদের বলেছি, দরপত্র তো কিনলেন, কিন্তু জমা কেন দিলেন না। তাদের প্রতিক্রিয়া পেয়েছি। একটি কমিটি সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে। চুক্তির শর্ত মডেল পিএসসি পর্যালোচনা করা হচ্ছে। এরপর টেন্ডারটা আবার আহ্বান করা হবে।
শিল্প উদ্যোক্তা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সমস্যাগুলো সব সময় উপদেষ্টাকে জানিয়েছি, পেট্রোবাংলাকে জানিয়েছি, তিতাসকে জানিয়েছি। তারা জানেন। আজকে উনি (উপদেষ্টা) যে সমাধান দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট। উনি যে ব্যাকআপ প্ল্যান দিয়েছেন, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।’
বৈঠকে ছিলেন, জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মো. হাতেমসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply