বিনোদন প্রতিবেদক ॥ বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। তার ক্যারিয়ারে অনেক সুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। তবে শুটিং সেটে তার মজা করার অনেক রেওয়াজ আছে। অনেক সময় তার এই মজা বিপদের কারণ হয়েও দাঁড়িয়েছে।
একবার এক সহ-অভিনেতার স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে সাংঘাতিক কা- করেন অজয়। অবস্থা খুব কঠিন হয়ে যায় যে ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই অভিনেতার স্ত্রী। তাকে ভর্তি করাতে হয় হাসপাতালে।
ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন অজয়। তার কথায়, ‘রাতে আমাদের শুটিং হতো। তখন ওদের মাত্রই বিয়ে হয়েছে (সহ-অভিনেতার)। দিন হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন স্ত্রী।’
অভিনেতা বলেন, ‘আমি মজা করেই ওই অভিনেতার স্ত্রীকে বলতাম, তোমার স্বামী পরকীয়া করছে! রাত্রিবেলা কোনো শুট হচ্ছে না। আমরা সবাই সাড়ে ১০টার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ও কী করছে কেউ জানি না।’
অজয় যে মজা করে থাকেন, সে খবর ছিল তার কাছেও। এভাবে টানা আট দিন চলার পর নবম দিনেই সমস্যা হয়! স্বামীর সঙ্গে বড় ঝামেলা বাধে স্ত্রীর!
ফলে ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই নারী। হাসপাতালে নিয়ে যেতে হয়। ভাগ্য ভালো, কঠিন কিছু হয়নি। কঠিন অবস্থা পার হয়।
এর পরেও কিন্তু প্র্যাঙ্ক করা কমিয়ে দেননি অজয়। ‘গোলমাল ৩’-এর সেটে কারিনা কাপুরকেও নকল বোমা নিয়ে প্র্যাঙ্ক করেছিলেন অজয়। দেখিয়েছিলেন ভূতের ভয়।
Leave a Reply