কাগজ প্রতিবেদক ॥ মঙ্গলবার ৬ মে মাদকদ্রব্য ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার আভিযানিক দল। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়ার জগতি হাটপাড়া এলাকায় অভিযানে মোঃ ইস্তাজুল হকের ছেলে ইমরোজ হক সম্রাটকে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ আটক করা হয়। অন্যদিকে, হাটপাড়া ও আড়ুয়া পাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে দু’টি মামলায় কারাগারে প্রেরণ করা হয় দু’জনকে। এসময় উদ্ধার হয় ১০ পিস ট্যাপেন্টাডল ও গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে তিনটি ভিন্ন মামলা দায়ের করেন।
Leave a Reply