কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস থেকে তিন হাজার নয়শত পিস ইয়াবা উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় সোহান পরিবহন নামে একটি বাস থেকে মালিকবিহীন অবস্থায় এ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক প্রায় নয় লাখ আট হাজার সাতশত টাকা। রাত সাড়ে ৮টায় বিজির পক্ষে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের জন্য মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply