1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 11:25 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আলমডাঙ্গা থানা কর্তৃক বিপুল সংখ্যক দেশী বিদেশি অস্ত্রগুলি, ডাকাতি করার সরঞ্জামাদী পুলিশের পোশাক ও ওয়াকিটকি উদ্ধার সহ ০৬ (ছয়) আসামি গ্রেফতার

  • প্রকাশিত সময় Monday, May 5, 2025
  • 82 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ? আলমডাঙ্গায় বিপুল সংখ্যক দেশী বিদেশী অস্ত্র গুলি, ডাকাতি করার সরঞ্জামাদী, পুলিশ এর পোশাক, ওয়াকিটকি উদ্ধার সহ ৬(ছয়) জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) সুকান্ত দাশ সংগীয় এএসআই(নিঃ) মোঃ রেজাউল ইসলাম, মোঃ রোকনুজ্জামান, মেহেদী হাসান, মামুন অর রশিদ, মোঃ তৌহিদুর রহমান, মোঃ মেহেদী হাসান, মোঃ অন্তু মিয়া, সকলেই তিয়রবিলা পুলিশ ক্যাম্পের জিডি মোতাবেক, গত-৪/০৫/২০২৫ খ্রিঃ মূলে ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকা ভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আলমডাঙ্গা থানাধীন লক্ষীপুর বাজার হতে খাসকররা যাওয়ার পথে জনৈক মোঃ আব্দুর রাজ্জাক(৫০), পিতা- মৃত খোদা বক্স, সাং- লক্ষপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গার ডিজেল তেলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় সন্ত্রাসী অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে মাক্রোবাস নিয়ে সমাবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করিতেছে। উক্ত সংবাদের বিষয়ে জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাকে অবহিত করিলে তিনি চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়কে অবহিত করিয়া তাহার সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা, সাংগীয় অফিসার ফোর্স এবং এসআই(নিঃ) সুকান্ত দাশ, সংগীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মাক্রোবাসটি ঘিরে ফেলে। মাক্রোবাসের ভিতরে থাকা সস্ত্রাসীরা নিজেদের কে প্রাথমিক ভাবে ডিবি পুলিশ পরিচয় দান করে। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশ এর উপর আক্রমনাত্মক আচরণ কালে অফিসার ইনচার্জ, আলমডাঙ্গার নির্দেশে এসআই(নিঃ) সুকান্ত দাশ সংগীয় অফিসার ফোর্সের সাহায়তায় তাদের ইং-০৫/০৫/২০২৫ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকায় গ্রেফতার করেন এবং মাক্রোবাস তল্লাশী করিয়া আসামী ১। মোঃ রুবেল রানা(২৯) এর কোমরে বেল্টের সাথে একটি প্রসেস এর মধ্যে রক্ষিত ০১(এক)টি বিদেশী পিস্তল। যাহা লম্বা ৮(আট) ইঞ্চি। পিস্তলের গায়ে ইংরেজিতে গঅউঊ ওঘ টঝঅ, ঘঙ-১১১, যাহা অস্পষ্ট লেখা আছে। পিস্তলটিতে ম্যাগজিন, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। উক্ত আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, আসামীর ডান হাতে ১(এক)টি কালো রংয়ের ওয়াকিটকি সাদৃশ্য গওঈজঙঘঊঢ মোবাইল সেট এবং উক্ত আসামীর গায়ে পরিহিত ১(এক)টি নীল রংয়ের পুলিশের জ্যাকেট। আসামী ২। মোঃ আজিজুর মন্ডল(৩৬) এর পরিহিত প্যান্টের পেছনের কোমরে গোজা অবস্থায় ১(এক)টি রিভলবার, যাহার লম্বা ৯(নয়) ইঞ্চি। যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। উক্ত রিভলবারে ২(দুই) রাউন্ড গুলি সংযুক্ত ছিল। আসামী ৩। মোঃ শিলন মোল্লা(২১) এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১(এক) টি ওয়ান শুটার গান, যাহা বাটসহ লম্বা ১৬(ষোল) ইঞ্চি, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। আসামী ৪। মোঃ সবুজ আলী মিঠু(৩০) ডান হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ০১(এক) টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, যাহা লোহার বাট সহ লম্বা ১৮(আঠার) ইঞ্চি। আসামী ৫। মোঃ মনিরুল ইসলাম(৪০) ডান হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১(এক) টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, যাহা বাট সহ লম্বা ১৮.৫ (আঠার দশমিক পাঁচ ইঞ্চি)। আসামী ৬। মোঃ মারুফ শেখ(২০) এর ডান হাতে থাকা বাজার করা প্লাটিকের ব্যাগের মধ্যে রক্ষিত ১(এক) টি লোহার তৈরি তালা কাটার যন্ত্র, যাহা লম্বা ৩৫(পয়ত্রিশ) ইঞ্চি ও ৫(পাঁচ)টি লোহার তৈরি তালা ভাঙ্গার মাস্টার চাবি। আসামীদের বহন করা ১(এক) টি সাদা মাইক্রোবাস, যাহার রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭, আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উদ্ধারকৃত আলামত ইং-৫/০৫/২০২৫ তারিখ রাত্র ৪.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-৬, তাং- ৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- অস্ত্র আইন, ১৮৭৮; ১৯অ /১৯(ভ), ২। আলমডাঙ্গা থানার মামলা নং-৭, তাং- ৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ৩। আলমডাঙ্গা থানার মামলা নং-৮, তাং- ০৫/০৫/২০২৫ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ ১। মোঃ রুবেল রানা(২৯), পিতা- বাবর আলী, মাতা- মোছাঃ হালিমা খাতুন, সাং- কন্দরপুদিয়া, থানা- ই.বি, জেলা- কুষ্টিয়া, ২। মোঃ আজিজুর মন্ডল(৩৬), পিতা- কাছেদ@কাশেম, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং- আহাদনগর, ৩। মোঃ শিলন মোল্লা(২১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা- মোছাঃ সেলেনা খাতুন, সাং- জোড়াপুকুরিয়া, ৪। মোঃ সবুজ আলী মিঠু(৩০), পিতা- মোঃ কলম আলী শেখ, মাতা- রশিদা বেগম, সাং- কাদিখালী রামচন্দ্রপুর, সর্ব থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, ৫। মোঃ মনিরুল ইসলাম(৪০), পিতা- মৃত বদর উদ্দিন মন্ডল, মাতা- মৃত আমেনা খাতুন, ৬। মোঃ মারুফ শেখ(২০), পিতা- মহাসিন শেখ, মাতা- মালা খাতুন, উভয় সাং- মধুপুর উত্তরপাড়া, থানা- ই.বি, জেলা- কুষ্টিয়া। উদ্ধারকৃত আলামতঃ ক) ১(এক)টি বিদেশী পিস্তল। খ) ১(এক)টি রিভলবার, গ) ১(এক) টি ওয়ান শুটার গান, ঙ) ১(এক) টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, ছ) ২(দুই) টি লোহার তৈরি তালা কাটার যন্ত্র, জ) ৫(পাঁচ)টি লোহার তৈরি তালা ভাঙ্গার মাস্টার চাবি। ঝ) ১(এক)টি পিস্তলের প্রসেস। ঞ) ১(এক)টি নীল রংয়ের পুলিশের জ্যাকেট। ট) ১(এক)টি কালো রংয়ের ওয়াকিটকি মোবাইল সেট। ঠ) সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ড) ১(এক) টি সাদা মাইক্রোবাস, যাহার রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭। ঢ) ৬(ছয়)টি মোবাইল ফোন আছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640