আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়ীয়ায় মেঘা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহত মেঘা চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের মাঠপাড়ার আনিসুর রহমান রতনের মেয়ে। সে চুয়াডাঙ্গা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যদের দাবি, অ্যাজমাজনিত শ্বাসকষ্টের জন্যেই আত্মহত্যা করতে পারেন।
তবে পুলিশের ধারণা, টিকটক কিংবা অন্য কোন কারণে বাবা-মায়ের উপর অভিমানের জেরে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় একটি সুত্র থেকে জানা গেছে, মেঘা টিকটক ভিডিও করায় বিষয়টি তার বাবার নজরে আসে। এরপরই মেয়েকে শাসন করে। এরই জের ধরে গতকাল বিকেলে সবার অজান্তেই বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা জানায়, মেঘার অ্যাজমাজনিত কারণে শ্বাসকষ্টে ভুগছিল। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, পরিবারের সদস্যরা মেঘাকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, টিকটক কিংবা অন্য কোন কারণে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। টিকটক করার জন্য বকাবকি করায় আত্মহত্যা করেছে, পরিবারের সদস্যরা এটা বলছে না। তারা বলছে, মেয়েকে বকাবকি বা শাসন করার জন্য অভিমানে এমন ঘটনা ঘটেছে। তবে শ্বাসকষ্টজনিত কারণে নয়, যে কোন কারণে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।
Leave a Reply