1. nannunews7@gmail.com : admin :
May 4, 2025, 4:51 am
শিরোনাম :
এই ভূখন্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না: হাসনাত আলমডাঙ্গায় বন্যপ্রাণী সচেতনতায় ভ্যানের প্রচারণা আলমডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন পাক-ভারত যুদ্ধের শংকা পাকিস্তান সীমান্তবর্তী ভারতের গ্রামে থমকে আছে জীবনযাত্রা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা ভেড়ামারায় আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতভিটায় হামলা, ভাংচুর-জমি দখল ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার সহ শিক্ষাই একজন শিক্ষার্থীকে সর্বচ্চ মেধাবী হতে সহায়তা করে থাকে ঃ মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারী আটককৃত আসামির হাতুড়ি হামলায় আহত দুই পুলিশ সদস্য সোনার দাম কমে ভরি ১৬৮৯৭৬ টাকা

মাল্টা উপকূলে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

  • প্রকাশিত সময় Saturday, May 3, 2025
  • 5 বার পড়া হয়েছে

এনএনবি : গাজার জন্য মানবিক ত্রাণ ও কর্মীবাহী একটি জাহাজ শুক্রবার মাল্টা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন থেকে বোমা হামলার শিকার হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছেন জাহাজ যাত্রার আয়োজকরা।
ইসরায়েলের গাজা অবোরোধকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রাণবাহী এই জাহাজটি সেখানে পাঠাচ্ছিল ‘দ্য ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক এনজিও।
তারা জানায়, দ্য কনসায়েন্স নামের এই জাহাজটিতে রাতে হামলা হয় এবং হামলার পরপরই জাহাজ থেকে জরুরি সংকেত আসে। ভিডিও ফুটেজে অন্ধকারের মধ্যে জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে। শোনা গেছে বিস্ফোরণের শব্দও।
মাল্টা সরকার জানায়, জাহাজের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটিতে যারা ছিল তারা সবাই নিরাপদে আছে। তবে এনজিও এবং সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, জাহাজের বিপদ এখনও কাটেনি।
বার্তা সংস্থা রয়টার্সকে থুনবার্গ বলেন, তিনি মাল্টায় ছিলেন এবং ফ্রিডম ফ্লোটিল্লার পরিকল্পিত এই যাত্রায় তারও গাজাগামী জাহাজটিতে চড়ার কথা ছিল।
মাল্টা সরকার জানিয়েছে, মধ্যরাতের কিছু পর সমুদ্র কর্তৃপক্ষ একটি জরুরি সংকেত পায়। সে সময় তাদেরকে একটি জাহাজে আগুন লাগার খবর জানানো হয়।
জাহাজটি মাল্টার আঞ্চলিক জলসীমার বাইরে ছিল এবং এতে ১২ জন ক্রু ও চার জন বেসামরিক নাগরিক ছিলেন। যদিও ফ্রিডম ফ্লোটিল্লা বলছে, জাহাজে ছিলেন ৩০ কর্মী।
জাহাজের আগুন নেভাতে মাল্টা সরকার একটি টাগবোট পাঠানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দ্য ফ্রিডম ফ্লোটিল্লা আন্তর্জাতিক আইন ভঙ্গ, গাজা অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পরিবহনে হামলার মতো অপরাধের জন্য জবাবদিহি চেয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করার আহ্বান জানিয়েছে।
ওদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা জাহাজে হামলার খবরটি খতিয়ে দেখছে।
ইসরায়েল জাহাজে হামলা চালিয়েছে বলে ফ্রিডম ফ্লোটিল্লা যে অভিযোগ করেছে, সে বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640