1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:43 am

ভেড়ামারায় আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতভিটায় হামলা, ভাংচুর-জমি দখল

  • প্রকাশিত সময় Saturday, May 3, 2025
  • 40 বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র এক দিনমজুর’র বসতভিটায় ভাংচুর করে জমি দখল করেছে একদল দূর্বৃত্ত। তারা কুষ্টিয়া আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে ভাংচুর করে ঘরের বেড়া উঠিয়ে দিয়ে, নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখল করে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্থ হয?েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল। সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ পশ্চিমপাড়া গ্রামে রমজান আলী কাজীর দিনমজুর পুত্র রবিউল আওয়াল ও তার ভাই প্রভাবশালী ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলাম’র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিনের। কুচক্রি জহুরুল বরাবরই দিনমজুর রবিউল আওয়ালের জমি দখল করে নিতে মরিয়া হয়ে উঠে। এ বিষয়ে কুষ্টিয়া আদালতে ২০২৩ সালে একটি দেওয়ানী মামলা করে দিনমজুর রবিউল। যার নং ১৬৯/২০২৩। ১৩ জানুয়ারী জহুরুল ইসলাম একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখলের চেষ্টা করে। এসময় দিনমজুর রবিউল আওয়াল কে হত্যার হুমকি সহ নানা রকম ভয়ভীতি দেখায়। এ ঘটনার একদিন পরেই দৃর্বৃত্ত জহুরুল ইসলাম এবং মাহাবুল ইসলামের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে আবেদন করেন তিনি। বিষয়টি বিস্তারিত দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে দেঃ কাঃ বিঃ আইনের ৩৯ অর্ডার ১ রুল ও ৯৪ ধারার বিধান মতে যাতে রাস্তা অতিক্রম করে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখল অতঃপর রাস্তা নির্মান করতে না পারে সেই লক্ষ্যে ওই দুই ব্যাক্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ধারী করে আদালত। যার স্বারক নং অঃ ম্যাঃ আঃ/৬৮২। মামলা নং ভেড়ামারা মিস্ ৩১১/২৫। বিজ্ঞ আদালতের সেই অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ওই সন্ত্রাসীরা গত ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে কুচক্রি ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোর পূর্বক রবিউল আওয়ালের বসতবাড়িতে প্রবেশ করে বসতবাড়ি ভাংচুর শুরু করে। দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সন্ত্রাসী দলের সামনে কেউ যাওয়ার সাহস পায় নি। এসময় তারা নির্বিগ্নে জমি দখল করে নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখলে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল। এ ব্যাপারে অভিযুক্ত জহুরুল এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640