বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে দন্ড এই প্রতিপাদ্যের আলোকে আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। ১লা মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম।তিনি বলেন, যতধরণের সভ্যতা রয়েছে তার মূল কারিগর হলো শ্রমিক। এই জেলায় অনেকগুলো শ্রমিক সংগঠন রয়েছে। আপনারা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কি কখনো নিজের সংগঠনের শ্রমিকদের সুযোগ সুবিধা বা স্বাস্থ্যগত ব্যাপার এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্যে কাজ করছেন। শ্রমিক সংগঠন গুলোকে শ্রমিকদের দাবী আদায়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেয়া প্রয়োজন। তিনি আরো বলেন, আজকে শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবস। কাজ করতে গেলে যে দুর্ঘটনার কবলে পরবে না, তার কোন নিশ্চয়তা নেই। নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিজেদের অধিকার আদায় করতে হবে। শ্রমিক সংগঠনগুলোর প্রতি আমার সাথে আলোচনায় বসার আহ্বান থাকবে। শ্রমিকদের সুযোগ সুবিধার কথা আমি শুনতে চাই এবং তাদের জন্য কিছু করতে চাই। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক বশিরুল আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আয়নাল হক, শ্রমিক দলের নেতা কামাল হোসেন, মোহাম্মদ আনিস, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply