আলমডাঙ্গা ব্যুরো ॥ জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গার সদস্যদের সহযোগিতায় আলমডাঙ্গাতে সচেতনতা ভ্যানের প্রচারনা চলে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে আর সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে ২২/০৪/২০২৫ তারিখে বন্যপ্রাণী সচেতনতা ভ্যানের যাত্রা শুরু করে মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাত ধরে। তারি ধারাবাহিকতাই আজ আলমডাঙ্গাতে সচেতনতায় ভ্যানের প্রচারনা চলে, প্রচারনার সহযোগিতা ছিলো জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা গঙ্গা প্লাবনভূমি এলাকা জীববৈচিত্র্যের প্রাচুর্যতায় পরিপূর্ণ হলেও এতদিন ধরে ছিল সংরক্ষণের আলোর বাইরে। মেছো বিড়াল, ধূসর হনুমান, খেক শিয়াল, মদনটাক, ঈগল, মানিকজোড় সহ বিভিন্ন বিপন্ন প্রজাতির প্রাণী। আর পদ্মা সংলগ্ন শাখা নদী গুলোতে দেখা মেলে বিপন্ন প্রজাতির ঘড়িয়াল। সাম্প্রতিক সময়ে দেখা মিলছে বিলুপ্ত প্রজাতির কুমিরেরও। এছাড়া গত ফেব্রুয়ারী মাসে আন্তর্জাতিক জার্ণালে প্রকাশিত গবেষণা পত্রের তথ্য অনুযায়ী এই এলাকায় পাওয়া যায় ২৬০ প্রজাতির পাখির যা আমাদের দেশের মোট পাখি প্রজাতির ৪০ শতাংশের বেশি। তবে যথাযথ সংরক্ষণ ও সচেতনতার অভাবে, পর্যাপ্ত সংরক্ষিত এলাকা না থাকায়, প্রাকৃতিক আবাসস্থল নষ্টের কারণে প্রাণীরা আজ হুমকির মুখে। বিশেষ করে মানুষের আবাসস্থলের কাছাকাছি চলে আসায় তৈরী হচ্ছে দ্বন্দ্ব। আর ফলাফলস্বরূপ মৃত্যু হচ্ছে অসংখ্য বন্যপ্রাণীর। তেমনই একটি প্রাণী মেছো বিড়াল। বিশেষ করে বৃহত্তর যশোর ফরিদপুর অঞ্চলে ভাবে এতদিন চোখে পড?তো মেছো বিড়ালের নির্মম মৃত্যুর ঘটনা। অর্ন্তর্বতীকালীন সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দৃষ্টিগোচর হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেছো বিড়ালের মৃত্যু মৃত্যুহার একেবারে শূন্যে নামিয়ে আনতে এবছর প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয়েছিল বিশ্ব মেছো বিড়াল দিবস। তারই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মেছো বিড়াল সহ বিপন্ন প্রাণী সংরক্ষণে মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাত ধরে শুরু করল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য সচেতনতা মূলক ভ্যান। যা পরিভ্রমন করবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলায়। পাশাপাশি সচেতন করবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে।
Leave a Reply