ক্রীড়া প্রতিবেদক ॥ ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : ওপনোর জাওয়াদ আবরাররে সঞ্চেুরতিে শ্রীলংকার বপিক্ষে হ্যাটট্রকি জয়রে স্বাদ পয়েছেে বাংলাদশে অর্নূধ্ব-১৯ ক্রকিটে দল।
আজ সরিজিরে চর্তুথ ম্যাচে বাংলাদশে ১৪৬ রানরে বড় ব্যবধানে হারয়িছেে শ্রীলংকাক।ে হার দয়িে সরিজি শুরুর পর টানা তনি ম্যাচ জতিল বাংলাদশে। ফলে ছয় ম্যাচরে ওয়ানডে সরিজিে ৩-১ ব্যবধানে এগয়িে গলে যুবারা। শষে দুই ম্যাচ জতিতে না পারলওে সরিজি হারবে না বাংলাদশে। তবে বাকী দুই ম্যাচরে ১টি জতিলইে সরিজি জতিে নবিে সফরকারীরা।
কলম্বোর ক্রকিটে ক্লাব গ্রাউন্ডে টস জতিে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদশে। কালাম সদ্দিকিকিে নয়িে উদ্বোধনী জুটতিে ৪৪ বলে ৪৯ রান যোগ করনে আবরার। ১৯ রানে আউট হন কালাম। তনি নম্বরে নমেে ২৩ রানে বদিায় ননে অধনিায়ক আজজিুল হাকমি।
দলীয় ৮৭ রানে আজজিুল ফরোর পর তৃতীয় উইকটেে রজিান হোসনেরে সাথে ১৩৫ রানরে জুটি গড়নে আবরার। এই জুটতিইে সঞ্চেুরি করনে তনি।ি ছক্কা মরেে ১০৫ বলে শতক র্পূণ করনে আবরার। শষে র্পযন্ত ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করনে আবরার।
সরিজিরে দ্বতিীয় ম্যাচওে সঞ্চেুরি করছেলিনে আবরার। ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজতি ১৩০ রান করছেলিনে এই ডান-হাতি ব্যাটার।
দলীয় ২২২ রানে আবরার ফরোর পর রজিান ও শষে দকিরে ব্যাটারদরে ছোট-ছোট ইনংিসরে সুবাদে ৫০ ওভারে ৮ উইকটেে ৩৩৬ রানরে বড় সংগ্রহ পায় বাংলাদশে। ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৭ বলে ৮২ রান করনে রজিান। শষেদকিে সামউিন বশরি ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে অপরাজতি ১৯ রান করনে। শ্রীলংকার রাসথি নমিসারা ৩ উইকটে ননে।
জবাবে ৬ রানে ২ উইকটে হারয়িে শুরুতইে চাপে পড়ে শ্রীলংকা। এরপর ৩৬ রানে চর্তুথ উইকটে হারায় তারা। শুরুর ধাক্কা পরর্বতীতে আর কাটয়িে উঠতে পারনেি লংকানরা। ফলে ৩৮.৪ ওভারে ১৯০ রানে অলআউট হয় শ্রীলংকা। দলরে পক্ষে র্সবোচ্চ ৬৬ রান করনে অধনিায়ক ভমিাথ দনিসারা।
ফাহাদ ৩ট,ি সানজদি মজুমদার ও আজজিুল ২টি করে উইকটে ননে।
আগামী ৫ মে সরিজিরে পঞ্চম ওয়ানডে খলেতে নামবে বাংলাদশে ও শ্রীলংকা অর্নূধ্ব-১৯ দল।
Leave a Reply