কাগজ প্রতিবেদক ॥ শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে সারা দেশের মতো কুষ্টিয়ায় পালিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া জেলার ভিন্ন ভিন্ন স্থানে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।
Leave a Reply