কাগজ প্রতিবেদক ॥ বিএনপিকে নিয়ে কেউ খেলবেন না। এর পরিনাম ভালো হবে না। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে। নির্বাচিত সরকার ছাড়া দেশ উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারবেনা। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় কুমারখালীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশবিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ মে) দুপুর ৩টায় কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার আয়োজনে এ শ্রমিক সামাবেশের আয়োজন করা হয়।
এ শ্রমিক সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাসের সভাপতিত্বে ও কুমারখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় এ শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ। এ সমাবেশের শুরুতে অনুষ্ঠানে কোরাআন তেলোয়াত করেন জাহাঙ্গীর হোসেন জিলাল।
Leave a Reply