1. nannunews7@gmail.com : admin :
May 3, 2025, 3:07 am

করমুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের

  • প্রকাশিত সময় Wednesday, April 30, 2025
  • 7 বার পড়া হয়েছে

এনএনবি : আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রসঙ্গত, এখন সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের পরামশর্ক কমিটির ৪৫তম সভায় এই প্রস্তাব দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ ছাড়া নারী করদাতা ও ৬৫ বছর বয়সের উর্ধ্বে করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেন তিনি।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার বেলা পৌনে ১১টায় এই সভা শুরু হয়। পরামর্শক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। সঞ্চালনা করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
করমুক্ত আয়সীমা বাড়ানোর জন্য যুক্তি হিসেবে এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ নাগরিক, জ্যেষ্ঠ নাগরিক ও নারীদের করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা জরুরি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নি¤œ আয়ের মানুষেরা আয়ের বড় অংশ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যয় করতে বাধ্য হচ্ছেন। এই বাস্তবতায় বিদ্যমান করকাঠামো তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
হাফিজুর রহমান সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব দেন। এ ছাড়া তিনি সর্বনি¤œ ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেন।
হাফিজুর রহমান আরও বলেন, এসব সংস্কার হলে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640