1. nannunews7@gmail.com : admin :
April 30, 2025, 7:30 am
শিরোনাম :
ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার কুষ্টিয়ায় বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যানের উদ্বোধন দৌলতপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কুষ্টিয়ায় আইনজীবীদের বিক্ষোভ কুষ্টিয়া জাতীয়ভাবে উদযাপন করা হবে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আবাহনীর চুইঝাল কৃষির নতুন সেনসেশন বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অনুরোধ সীমিত আকারে হলেও ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: সিইসি

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আবাহনীর

  • প্রকাশিত সময় Tuesday, April 29, 2025
  • 5 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতবিদেক ্। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনের ব্যাটিং নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। এই নিয়ে ২৪তমবারের মত ডিপিএলের শিরোপা জিতল আকাশি-নীল জার্সিধারিরা।

১৬ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের থেকে শিরোপা জিতল আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হল মোহামেডান। গত আসরেও দ্বিতীয় হয়েছিল মোহামেডান। ২০০৯-২০১০ মৌসুমের পর থেকে ডিপিএল শিরোপা জিততে পারেনি মোহামেডান।

সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ জিতলেই- চ্যাম্পিয়ন, এই সমীকরণ নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী।

ব্যাট হাতে মোহামেডানকে ৪৯ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান। ১৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন তৌফিক। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন ভারপ্রাপ্ত অধিনায়ক রনি। ৪৭ বল খেলে ৯টি চারে নিজের ইনিংস সাজান রনি।

তিন নম্বরে নেমে আনিসুল ইসলাম ইমন ১৪ ও ফরহাদ হোসেন ৪২ রানে আউট হলে ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। তবে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়ে মোহামেডানকে ভালো অবস্থায় নিয়ে যান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম।

৪টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৫০ রানে আউট হন মাহমুদুল্লাহ। শেষ দিকে হাফ-সেঞ্চুরি কওে আউট হন আরিফুল। ৩টি চার ও ২টি ছক্কায় আরিফুলের ৫৭ বলে ৫০ রানের কল্যাণে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানের পুঁজি পায় মোহামেডান। মৃত্যুঞ্জয় চৌধুরি ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।

২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে উপরের সারির তিন ব্যাটার ব্যর্থ হলে আবাহনীর রানের চাকা ঘুড়িয়েছেন জিশান আলম। তার মারমুখী হাফ-সেঞ্চুরিতে দলীয় রান ১শ স্পর্শ করলেও, ৪ উইকেট হারাতে হয় আবাহনীকে। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৫৫ রান করেন জিশান।

১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। এরপর পঞ্চম উইকেটে মোহামেডান বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছেন মিঠুন ও মোসাদ্দেক। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে মোহামেডান বোলারদের উপর চড়াও হন মোসাদ্দেক। তাকে সঙ্গ দিয়েছেন মিঠুন। দু’জনের দারুণ ছন্দময় ব্যাটিংয়ে ধীরে ধীরে আবাহনীর জয়ের পথ তৈরি হয়।

শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে ১২২ বলে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌছায় আবাহনী। ৬টি চার ও ২টি ছক্কায় মিঠুন ৭৯ বলে অপরাজিত ৬৬ এবং ৬ চার ও ৫ ছক্কায় ৬৫ বলে অনবদ্য ৭৮ রান করেন মোসাদ্দেক। মোহামেডানের স্পিনার নাসুম আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর :

মোহামেডান : ২৪০/৭, ৫০ ওভার (মাহমুদুল্লাহ ৫০, আরিফুল ৫০, মোসাদ্দেক ২/৩৯, মুত্যুঞ্জয় ২/৪৬)।

আবাহনী : ২৪৩/৪, ৪০.৪ ওভার (মোসাদ্দেক ৭৮*, মিঠুন ৬৬*, নাসুম ২/৫৯)।

ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640