1. nannunews7@gmail.com : admin :
April 30, 2025, 8:58 am
শিরোনাম :
ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার কুষ্টিয়ায় বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যানের উদ্বোধন দৌলতপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কুষ্টিয়ায় আইনজীবীদের বিক্ষোভ কুষ্টিয়া জাতীয়ভাবে উদযাপন করা হবে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আবাহনীর চুইঝাল কৃষির নতুন সেনসেশন বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অনুরোধ সীমিত আকারে হলেও ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: সিইসি

ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার

  • প্রকাশিত সময় Tuesday, April 29, 2025
  • 16 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলে মো: বিপ্লব হোসেনের(৩৫) বির“দ্ধে মামলা করেছেন বাবা মোঃ নুর“ল ইসলাম। ছেলের দ্বারা বারবার শারীরিক অত্যাচার, নির্যাতন আর হত্যার হুমকির ফলশ্রুতিতেই তিনি এই মামলা করেছেন বলে জানা গেছে। গতকাল ২৯ শে এপ্রিল (মঙ্গলবার) দুপুরে, ভেড়ামারা থানায় হাজির হয়ে ভুক্তভোগী ওই বাবা তার নিজ ছেলের বির“দ্ধে এই মামলা করেন। দায়েরকৃত মামলা নাম্বার-৩২। এদিকে বাবার মামলার প্রেক্ষিতে ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। মোঃ বিপ্লব হোসেন, মোঃ নুর“ল ইসলামের প্রথম সন্তান। তাদের বাড?ি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় অবস্থিত। মো: নুর“ল ইসলাম বলেন, বিপ্লব আমার বড? ছেলে। সে মারাত্মকভাবে প্রতারণা, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন আর হত্যার হুমকি দিয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ২রা নভেম্বর সে আমাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। তার মাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। গত সোমবার ২৮ এপ্রিল সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। গত বছর সে প্রতারণার মাধ্যমে পুলিশ কর্মকর্তা সহ কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানায় সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। তার ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড?িও পুড?িয়ে দিতে গেছে কয়েকবার। অশ্লীল ছবিতে ভুক্তভোগীর ছবি লাগিয়ে সে মূলত ব্ল্যাকমেল করত মানুষকে। টাকা না দিলেই তা প্রকাশ করে দিত। বিপ্লবের ছোট ভাই সাংবাদিক ইখলাস হোসেন অভিযোগ করে বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে। বিপ্লবের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লবের নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়া আর বিপথে তা খরচ করা। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্মম নির্যাতন করতো। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুর“ল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা র“জু হয়েছে। সেই মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী বিজ্ঞ আদালত ব্যব¯’া গ্রহণ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640