এনএনবি : ভারত তাদের নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে।
সোমবার দুই সরকারের মধ্যে হওয়া রেকর্ড এ চুক্তিটি ৬৩ হাজার ভারতীয় রুপির বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
২০৩১ সালের মধ্যে বিমানগুলোর সরবরাহ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর মধ্যে ২২টি এক আসনের যুদ্ধবিমান আর অপর চারটি দুই আসনের প্রশিক্ষণ বিমান।
চুক্তির মধ্যে বহর রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্যাল সমর্থন ও ব্যক্তিগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি অনুযায়ী, বিমানের উপদানগুলো ভারতেই উৎপদান করা হবে।
রাফাল এম বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক নৌ যুদ্ধবিমানগুলোর একটি বলে বিবেচিত যা বর্তমানে শুধু ফ্রান্সের নৌবাহিনীই ব্যবহার করছে, জানিয়েছে এনডিটিভি।
এই যুদ্ধবিমানগুলোতে বিমানবাহী রণতরীতে ওঠানামার অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যে এসব বিমান মোতায়েন করা হবে। এতে ভারত মহাসাগরে ভারতের নৌ-শক্তির প্রভাব আরও বাড়বে হবে বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি এই যুদ্ধবিমানগুলো ভারতের পুরনো হয়ে যাওয়া মিগ-২৯ বিমানবহরকে প্রতিস্থাপিত করবে।
ভারতীয় বিমানবাহিনীর কাছে ইতোমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান আছে। এখন এর নৌ প্রকরণগুলো যুক্ত হওয়ায় ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
Leave a Reply