মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে চারজন বন্ধু গোসলে নেমে আলআমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩ টায় মিরপুর উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় সে।
নিখোঁজ আল আমিন উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছেলে। সে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ৩ টায় আলামিন সহ তিন বন্ধু পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় দুই বন্ধু নদীর গভীরে চলে যায়। বাকি দুই বন্ধু নদীর কিনারায় গোসল করছিল। এসময়ে নদীর গভীর থেকে এক বন্ধু ফিরে আসতে পারলেও আলামিন আর না ফিরে আসতে পেরে সে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা নদীতে জাল টেনে উদ্ধার কাজ চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম আহমেদ বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সঙ্গে খুলনা থেকে ডুবুরি দলকেও জানানো হয়েছে তারা ঘটনাস্থলে রওনা করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। তাদের স্থানীয়ভাবে থানা পুলিশের সদস্যরা সহায়তা করছে।
Leave a Reply